বেসরকারি উদ্যোগে সর্বপ্রথম এই জেলাতে কংসাবতী নদীতে ডাল লেকের আদলে শিকারা রাইড। প্রতিদিন এই রাইড এর মজা নিতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসছেন এখানে। কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক বেসরকারি এই ব্যবস্থাপনায় এমন আয়োজন। নদীর পাশেই সাজানো একটি বিশাল জায়গা। রয়েছে দশের বেশি কটেজ। ঢোকার মুখে পটচিত্রের আদলে বিভিন্ন ছবি। সম্পূর্ণ চাঁচ দিয়ে ঘেরা এমন সুন্দর এই কটেজ। শুধু তাই নয় অল্প মূল্যে একটা দিন থাকা যাবে টেন্টেও। এছাড়াও গ্রাম্য পরিবেশকে সকলের সামনে তুলে ধরা হয়েছে। রয়েছে পিকনিক করার ব্যবস্থা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার খাস তালুক ওয়ালিপুর এলাকায় রয়েছে এমন সুন্দর একটি জায়গা। যেখানে নেই শহরের কোনও যান্ত্রিক কোলাহল। পাশেই কংসাবতী নদীর স্নিগ্ধতা। গ্রাম্য পরিবেশকে সকলের সামনে তুলে ধরা হয়েছে এখানে। এছাড়াও সন্ধ্যা হলেই বিভিন্ন বাহারি আলোকে সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। রাতের সৌন্দর্য এবং গ্রাম্য পরিবেশের সেই অনুভূতি পাওয়া যাবে এখানে।
আরও পড়ুন: স্তন ক্যানসার থেকে ডায়াবেটিস-সহ বহু রোগ দূর করে এই বীজ! জানুন
স্বাভাবিকভাবে যারা শহর থেকে একটু দূরে কোথাও একদিন ঘুরে আসার প্ল্যান করেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এখানে, থাকতে পারবেন কটেজে, টেন্টে। স্বাভাবিকভাবে অন্তত একদিন এই শিকারা রাইডের মজা নিতে চলে আসুন এখানে। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে খড়গপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটোতে চেপে পৌঁছতে পারবেন এই জায়গায়।
রঞ্জন চন্দ