TRENDING:

Travel Destination: নামমাত্র খরচ, দিতে হবে না কোনও এন্ট্রি ফি, তিন বেলা এলাহি খাওয়া-দাওয়া, সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেই মিস!

Last Updated:

Travel Destination: পর্যটকদের জঙ্গলে ভ্রমণের জন্য কোনও এন্ট্রি ফি দিতে হবে না। পর্যটনকেন্দ্রগুলি একদিনে ঘুরে দেখার সুযোগ করে দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পুজোর মরশুমে ভ্রমণবিলাসীদের জন্য নতুন উপহার! ‘সবুজের পথে হাতছানি’-তে হাত বাড়াবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। পকেট সাধ্য মূল্যে এবার ডুয়ার্স ভ্রমণ হবে আরও সহজ। প্রতিবছরই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে নানা রকম ডুয়ার্স ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়। পুজোর সময় এই প্যাকেজগুলি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বাড়তি সুযোগ মেলে জঙ্গল-পাহাড় ঘুরে দেখার। এ বছরও পুজোর সময় জলপাইগুড়ির দুর্গম জঙ্গল পর্যটনকেন্দ্রগুলিতে ঘুরিয়ে দেখানো সঙ্গে খাওয়া দাওয়ার এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে।
advertisement

দীর্ঘদিন ধরেই “সবুজের পথে হাতছানি” প্রকল্পে উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গলে পর্যটকদের সুবিধার্থে ট্যুর প্যাকেজের ব্যবস্থা করে পরিবহণ সংস্থা এনবিএসটিসি । খুব কম খরচে পর্যটকরা এই বাসে চেপে জলপাইগুড়ি তথা ডুয়ার্সের মূর্তি, ঝালং, বিন্দুর পাশাপাশি কালিম্পং-এর লাভা, লোলেগাওঁ-সহ একাধিক জলদাপাড়া দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারেন ।

আরও পড়ুন-   অ্যাকাউন্টে ছিল না ১০০ টাকাও, দিতে পারতেন না স্কুলের ফি, আজ তিনি কোটি কোটি টাকার মালিক, দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, বলুন তো কে?

advertisement

এছাড়া জলপাইগুড়ি থেকে পাহাড়-ডুয়ার্স নিয়েও প্যাকেজ রয়েছে । বাস সার্ভিসের সঙ্গে থাকা-খাওয়া সমস্ত কিছুই থাকছে । সঙ্গে থাকছে লোভনীয় খাবার ব্যবস্থা। এই সুবর্ণ সুযোগ আগেভাগেই বুকিং করে নেন জলপাইগুড়ির এনবিএসটিতে এসে। সেই পাহাড়, জঙ্গল থেকে শুরু করে প্রকৃতির সুন্দর আমেজ উপভোগ করেন পর্যটকেরা। ইতিমিধ্যেই এই প্রকল্প সম্পর্কে জনসাধারণকে অবগত করতে জলপাইগুড়ির এনবিএসটিসি-এর আধিকারিকেরা মাইকিং ও লিফলেট বিলি করছেন। আশা করা হচ্ছে প্রত্যেক বছরের মতো এবছরও ভ্রমণ পিপাসু পর্যটকদের ভিড় হবে চোখে পড়ার মত।

advertisement

আরও পড়ুন-   জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

এবার প্রশ্ন কোথায় কোথায় ঘোরানো হবে? বৈকুণ্ঠপুর টি গার্ডেন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো, তিস্তা ব্যারেজ গাজলডোবার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরিয়ে দেখানোর পাশাপাশি থাকবে মূল আকর্ষণ আদিবাসী নৃত্য ও নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও ঝালং, জলঢাকা, বিন্দু, লাভা, লোলেগাঁও, জয়ন্তী, কালিম্পং, জলদাপাড়া জঙ্গল সাফারি, ফুন্টসিলিং আরও নানান জনপ্রিয় ভিউ স্পট। এক কথায় বলা যায় পুরো ডুয়ার্স ভ্রমণ এবার আকর্ষণীয় প্যাকেজ নিয়ে হাজির উত্তরবঙ্গ রাস্তা ও পরিবহন। এক থেকে দুই দিনের এই ট্রিপে ঘোরাফেরা থেকে শুরু করে এলাহি খাওয়া-দাওয়া-সহ খরচ মাত্র ৯৫০ থেকে ৩০০০ এর মধ্যে। সকালের টিফিন, দুপুরে খাওয়া, বিকেলের টিফিনের নির্ধারিত ওই খরচেই হয়ে যাবে। পর্যটকদের জঙ্গলে ভ্রমণের জন্য কোনও এন্ট্রি ফি দিতে হবে না। পর্যটনকেন্দ্রগুলি একদিনে ঘুরে দেখার সুযোগ করে দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । বিশ্বকর্মা পুজোর পর এনবিএসটিসির ১৬ আসনের গাড়িতে চেপে ডুয়ার্স ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: নামমাত্র খরচ, দিতে হবে না কোনও এন্ট্রি ফি, তিন বেলা এলাহি খাওয়া-দাওয়া, সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেই মিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল