Guess the Celebrity: জীবনটাই যেন 'নরক'...! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: চোখে কাজল, কপালে কালো টিপ, মায়ের কোলে হাসিমুখে পোজ দিয়েছেন বলি নায়িকা৷ আজ যতটা হাসিখুশি তিনি থাকেন ঠিক ততটাই ছোটবেলায় কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি৷ এমনকী অভিনেত্রী হতেও কোনওদিন চাননি তিনি৷ তবে অভিনয়ে এসেই তিনি মন জয় করে নিয়েছেন৷ আজ তিনি বলিউডের এভারগ্রীন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গ্ল্যামার ক্যুইন রেখার কোনও সম্পর্কও বেশিদিন টেকেনি। দিল্লীর শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় রেখার। বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করে মুকেশ। এখানেই শেষ নয়, একের পর এক সম্পর্ক এসেই গেছে অভিনেত্রীর জীবনে। মন দেওয়ার মধ্যেই কখনও কেউ ছেড়ে চলে গেছে আবার নিজেও কাউকে ছেড়ে চলে এসেছেন এই বলি ডিভা।