রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে।পলাশির যুদ্ধে পরাজয় অতঃপর গ্রেফতারের পর ১৭৫৭ সালে মীর জাফরের পুত্র মীর সাদিক আলি খান মীরনের নির্দেশে মোহাম্মদী বেগ কারাগারেই সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেন। যার কারণে অস্তমিত হয় তৎকালীন সময়ে বাংলার সূর্য।
আরও পড়ুন: কাঁটায় ভয়ে মাছ খান না? এবার মাছের এই বোনলেস পদ বানিয়ে নিন সহজেই
advertisement
সিরাজউদ্দৌলার প্রাসাদ হাজারদুয়ারী সহ মুর্শিদাবাদ জেলার পর্যটন কেন্দ্র, তাই সেই সিরাজউদ্দৌলার কে মানুষ ভুলে না গিয়ে তাকে অনেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ঠিকই। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে গঙ্গার ওপারে খোসবাগে পর্যটকদের নিয়ে যাওয়া হয় না। স্থানীয় টোটো চালক বা টাঙ্গা চালক অনেকেই নিয়ে যেতে অনিহা প্রকাশ করেন। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক পর্যটকদের দেখা মেলে। তবে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভাল করে তৈরি করা হলে আগামী দিনে আরও পর্যটকরা আসবে এলাকায় বলে দাবি গাইডদের।
কৌশিক অধিকারী