নামে যেমন পাহাড়ের আমেজ, পরিবেশেও ঠিক তেমনই পাহাড়ি ছোঁয়া। অল্প সময়ের মধ্যেই এই রেস্টুরেন্টটি খড়দহ এবং পার্শ্ববর্তী এলাকার ভোজন রসিকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।রেস্টুরেন্টে পা রাখতেই চোখে পড়বে পাহাড়ি বাড়ির মত টিনের ছাউনির ঘর, দার্জিলিংয়ের ট্রয় ট্রেনের ছোট্ট মডেল, পাহাড়ি গান বাজছে মৃদু সুরে।
advertisement
সাজসজ্জাও এমনভাবে করা হয়েছে, যেন মনে হবে আপনি সত্যিই কোন পাহাড়ি হোমস্টেতে বসে আছেন। দেওয়ালে দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ি জীবনের ছবি, টেবিলের উপরে ছোট্ট বাঁশের ফুলদানিতে তাজা ফুল – সব মিলে দেবে এক অনন্য অনুভব। তবে শুধু পাহাড়ের অনুভূতি নয়, লিটিল দার্জিলিং-এ আসলে বিশেষ আকর্ষণ অবশ্যই থাকবে তাদের খাবারেও।
তিব্বতি ও নেপালি খাবার এখানে যেমন পাওয়া যায়, তেমনই আছে বাঙালি ও চাইনিজ ফিউশন আইটেমও। স্টিম মোমো, ফ্রাইড মোমো, থুকপা, নুডল স্যুপ সহ আরও নানা আইটেম। একেবারে যেন দার্জিলিংয়ের ছোঁয়া নিয়ে প্রিয় জন, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কাটাতে পারেন সুন্দর মুহূর্ত। খামতি, শুধু মিলবে না পাহাড়ের শীতলতা। তবে এই লিটল দার্জিলিং-এ এসে বেশ খুশি অতিথিরা।
Rudra Narayan Roy