Diabetes Control Home Remedies: ডায়াবেটিসের সাক্ষাৎ যম! এই ‘বীজ’ শরীর থেকে উপড়ে ফেলবে সুগার! ৩০ দিনেই আবাক করা সুগার টেস্ট রিপোর্ট পাবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Diabetes Control Home Remedies: জামের বীজ অধিকাংশ আয়ুর্বেদিক ডায়াবেটিসের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। জাম হলো— অ্যাসট্রিনজেন্ট অ্যান্টি-ডিউরেটিক, যা ঘন ঘন মূত্রত্যাগ কমাতে সাহায্য করে।
advertisement
advertisement
এ বিষয়ে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেছেন, জামের বীজ অধিকাংশ আয়ুর্বেদিক ডায়াবেটিসের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। জাম হলো— অ্যাসট্রিনজেন্ট অ্যান্টি-ডিউরেটিক, যা ঘন ঘন মূত্রত্যাগ কমাতে সাহায্য করে। এতে হাইপোগ্লাইসেমিক গুণ আছে, যা রক্তে শর্করার মাত্রা কমায়। এটি অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ, যা ডায়াবেটিসে বেশ কার্যকরী। জাম ফল ও বীজ উভয়েই একই গুণ আছে।
advertisement
এখন আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে জামের বীজ খাবেন তা জেনে নিন—প্রথমে জাম পরিষ্কার করে একটি পাত্রে রাখুন। আঙুল দিয়ে ফল থেকে বীজ ছাড়িয়ে নিয়ে অন্য একটি পাত্রে রাখুন। বীজগুলো ভালোভাবে ধুয়ে নিন, যাতে গায়ে শাঁস না লেগে থাকে। পরিষ্কার কাপড়ে বীজগুলো ছড়িয়ে রোদ্রে তিন থেকে চার দিন শুকিয়ে নিন। শুকানো হলে বাইরের খোসা ছাড়িয়ে ভেতরের সবুজ অংশ বের করুন। এরপর সবুজ অংশটি সহজেই আঙুলের চাপে ভাঙ্গুন।
advertisement
advertisement