TRENDING:

দেশি মুরগির ঝোল দিয়ে ভাত...! শুধু বেড়ানো নয়, কব্জি ডুবিয়ে খাওয়া! রথ দেখা আর কলা বেচার সুযোগ এই পর্যটন কেন্দ্রে

Last Updated:

Tourism News: রাজ্য পর্যটন মানচিত্রে অন্যতম বনমহল পুরুলিয়া। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। ‌ দু-দিনের ছুটিতে মাইন্ড রিফ্রেস করতে অনেকেই লাল মাটির এই জেলাকে বেছে নেন। কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন ভাল করে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : রাজ্য পর্যটন মানচিত্রে অন্যতম বনমহল পুরুলিয়া। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। ‌ দু-দিনের ছুটিতে মাইন্ড রিফ্রেস করতে অনেকেই লাল মাটির এই জেলাকে বেছে নেন। কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন ভাল করে দেয়।
advertisement

পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা দেশি খাবারের সন্ধানে থাকেন। অনেক ক্ষেত্রে তারা সেই সব খাবার পান না। ‌তাদের জন্য রয়েছে একটি সেরা ঠিকানা। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় অবস্থিত গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্র। সারা বছর বহু পর্যটক এখানে এসে থাকেন। ‌ যাঁরা ভোজন রসিক তাঁদের জন্য এই জায়গায় রয়েছে বাড়তি পাওনা।

আরও পড়ুন: আবহাওয়ার মেগা বদল…! ২৪ ঘণ্টায় ৪ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! ১৭ রাজ্যে ঝড়-শিলাবৃষ্টি-বজ্রপাত সতর্কতা, কী হবে বাংলায়? IMD দিল লেটেস্ট রিপোর্ট

advertisement

‌এ পর্যটন কেন্দ্রের মধ্যে যে সমস্ত খাবারের দোকান গড়ে উঠেছে সেখানে বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে দেশিমুরগি। ‌ একেবারে চোখের সামনে ওজন করে কাঁচা মাংস কিনছেন তারা এরপর সেই মাংসই রান্না করে দিচ্ছে দোকানিরা। অর্থাৎ কব্জি ডুবিয়ে দেশি খাবারের স্বাদ এখানে উপভোগ করা যাবে। ফ্রেশ গরম দেশি মুরগির স্বাদ চেটেপুটে উপভোগ করছেন পর্যটকেরাও। এ বিষয়ে এখানে আসা পর্যটকেরা বলেন , এইরকম ভাবে চোখের সামনে মাংস রান্না করে খাওয়া একেবারেই দারুণ কনসেপ্ট।

advertisement

View More

আরও পড়ুন: মার্চ মাসে ‘কবে’ ‘কবে’ বন্ধ থাকবে স্কুল-কলেজ…? কোন কোন দিন ‘ছুটি’? চটপট দেখে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ লিস্ট

বেড়ানোর পাশাপাশি জমিয়ে পেট পুজো করতে পারছেন পর্যটকরা। পুরুলিয়ার অন্যান্য জায়গাতে এইভাবে চোখের সামনে দেশি খাবার তৈরির প্রচলন না থাকলেও গড় পঞ্চকোটে রয়েছে। একেবারেই ঘরোয়া রান্না। স্বাদও দুর্দান্ত। এ বিষয়ে দোকানের বিক্রেতা বলেন , গড় পঞ্চকোটে দেশি মাংস জন্যই পর্যটকদের ভিড় জমে। ‌এটা এখানে বিখ্যাত। ‌চোখের সামনে ওজন করে মাংস কেটে রান্না করে দেওয়া হয়। কেউ চাইলে কাঁচা মাংসও নিয়ে যেতে পারে।

advertisement

আরও পড়ুন: দুপুরে খাবার খেতে বাড়ি এল ছেলে… ঘরে যা চলছিল! দেখেই তেলেবেগুনে জ্বলে উঠল ‘ছেলে’! নিমেষে যা ঘটল, শুনলে ছিটকে যাবেন

সিজনে তাদের বিক্রি অনেক বেড়ে যায় এছাড়াও বছরের অন্যান্য সময়তেও তাদের দোকানে এই দেশি মাংসের চাহিদা যথেষ্ট থাকে। বেড়ানোর পাশাপাশি ভুঁড়িভোজের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পুরুলিয়ার গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্র। দেশি খাবারের স্বাদ উপভোগ করা যায় এখানে। তাই ভজন রসিকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে এই জায়গা। ‌

advertisement

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দেশি মুরগির ঝোল দিয়ে ভাত...! শুধু বেড়ানো নয়, কব্জি ডুবিয়ে খাওয়া! রথ দেখা আর কলা বেচার সুযোগ এই পর্যটন কেন্দ্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল