TRENDING:

Relationship: শারীরিক সম্পর্কের মূল পর্বের আগে ফোর প্লে-তেই রোমাঞ্চকর যৌনজীবন

Last Updated:

Relationship: অতিরিক্ত ফোর প্লে যৌনজীবনে অতৃপ্তিরও কারণ৷ সে বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শারীরিক সম্পর্কের অন্যতম অঙ্গ হল ফোরপ্লে৷ বলছেন সেক্সোলজিস্ট প্রফেসর ডক্টর সারাংশ জৈন৷ তাঁর মতে, ফোরপ্লে আপনার যৌনজীবনকে রোমাঞ্চকর করে তোলে৷ আবার অন্যদিকে, অতিরিক্ত ফোর প্লে যৌনজীবনে অতৃপ্তিরও কারণ৷ সে বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ৷
এই গবেষণায় যমজদের উপর জোড় দিয়েছেন গবেষকরা। এজন্য তারা ওয়াশিংটন টুইন স্টেট রেজিস্ট্রি থেকে যমজদের তথ্য সংগ্রহ করেন। এই গবেষণায় অংশ নেয় ১৬১৮ জোড়া যমজ মহিলা এবং ৮০৭ জোড়া যমজ পুরুষ।
এই গবেষণায় যমজদের উপর জোড় দিয়েছেন গবেষকরা। এজন্য তারা ওয়াশিংটন টুইন স্টেট রেজিস্ট্রি থেকে যমজদের তথ্য সংগ্রহ করেন। এই গবেষণায় অংশ নেয় ১৬১৮ জোড়া যমজ মহিলা এবং ৮০৭ জোড়া যমজ পুরুষ।
advertisement

যে কোনও জুটির ক্ষেত্রেই নারী ও পুরুষের যৌনচাহিদা ও এর প্রকাশের ধরন ও মাত্রা আলাদা৷ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষের উৎসাহ থাকে সম্পর্কের মূল অংশ বা ইন্টারকোর্সে৷ অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো৷ তাঁরা ইন্টারকোর্সের তুলনায় পছন্দ করেন ফোর প্লে৷ আদর্শ শারীরিক সম্পর্কের তিনটি অংশ থাকে৷ ফোরপ্লে, মূল অংশ এবং আফ্টার প্লে৷ মহিলাদের জন্য ফোর প্লে ও আফটার প্লে দুটোই খুব গুরুত্বপূর্ণ৷ সঙ্গীর প্রতি বিশ্বাস ও আস্থার পাশাপাশি তাঁরা উপভোগও করেন শারীরিক সম্পর্কের মুহূর্তগুলি৷

advertisement

কাকে বলে ফোর প্লে

মূল যৌন সম্পর্ক বা ইন্টারকোর্সের আগে ভালবাসার বহিঃপ্রকাশকেই বলা হয় ফোরপ্লে৷ ফোর অর্থাৎ মূল সম্পর্কের আগে উষ্ণতার খেলা৷ ইন্টারকোর্সকে উপভোগ্য করে তোলার পথ সুগম করে এই পর্ব৷ তবে ঠিকমতো করতে পারলে কখনও কখনও ইন্টারকোর্সের থেকেও মনোরম হয়ে ওঠে শারীরিক সম্পর্কের পূর্বরাগ বা ফোর প্লে৷ দু’জনের পছন্দ ও সম্মতিক্রমে ফোরপ্লে হলে তাতে অর্গ্যাজমও অধরা নয়৷

advertisement

আরও পড়ুন : স্বামী বা সঙ্গী বন্ধ্যাত্বের শিকার? কীভাবে তাঁর আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করবেন

ফোর প্লে-এর উপকারিতা

ফোর প্লে-এর উপকারিতাও অস্বীকার করা যায় না৷ শারীরিক ও মানসিক দু’দিক থেকেই সাহায্য করে ফোর প্লে৷মানসিক নৈকট্য আনে, সঙ্গীকে তৃপ্ত করার বিষয়ে আত্মবিশ্বাস গডে তোলে৷ কমে যায় মানসিক উদ্বেগও৷

advertisement

আরও পড়ুন : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত

ফোর প্লে করার প্রস্তুতি

তবে ফোর প্লে করারও মানসিক প্রস্ততি দরকার৷ উপযুক্ত আলো ও সুবাসে ঘর করে তুলুন মায়াময়৷ প্রয়োজনে রাখুন ঠিকঠাক অ্যাকসেসরিজ৷ সঙ্গীর সঙ্গে চলতেই পারে দুষ্টুমিভরা প্রাপ্তবয়স্ক কথা৷ এ সবই আদতে শারীরিক সম্পর্কে তৃপ্তির অনুঘটক৷

advertisement

আরও পড়ুন : কোনও শ্যাম্পু-কন্ডিশনারেই চুল ভাল থাকছে না? এবার এই গাছের ফল ব্যবহার করে দেখুন

ফোর প্লে-ও যখন ব্যর্থ

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে ফোর প্লে-এর উপর খুব বেশি নির্ভর করবেন না৷ মূল পর্বের আগে এটা আপনার সঙ্গিনীকে উত্তেজিত করার উপায় মাত্র৷ অন্যান্য সমস্যার কারণে শারীরিক সম্পর্কের ইচ্ছে চলে গেলে কিন্তু ফোর প্লে-ও ব্যর্থ হবে৷ সেক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship: শারীরিক সম্পর্কের মূল পর্বের আগে ফোর প্লে-তেই রোমাঞ্চকর যৌনজীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল