যে কোনও জুটির ক্ষেত্রেই নারী ও পুরুষের যৌনচাহিদা ও এর প্রকাশের ধরন ও মাত্রা আলাদা৷ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষের উৎসাহ থাকে সম্পর্কের মূল অংশ বা ইন্টারকোর্সে৷ অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো৷ তাঁরা ইন্টারকোর্সের তুলনায় পছন্দ করেন ফোর প্লে৷ আদর্শ শারীরিক সম্পর্কের তিনটি অংশ থাকে৷ ফোরপ্লে, মূল অংশ এবং আফ্টার প্লে৷ মহিলাদের জন্য ফোর প্লে ও আফটার প্লে দুটোই খুব গুরুত্বপূর্ণ৷ সঙ্গীর প্রতি বিশ্বাস ও আস্থার পাশাপাশি তাঁরা উপভোগও করেন শারীরিক সম্পর্কের মুহূর্তগুলি৷
advertisement
কাকে বলে ফোর প্লে
মূল যৌন সম্পর্ক বা ইন্টারকোর্সের আগে ভালবাসার বহিঃপ্রকাশকেই বলা হয় ফোরপ্লে৷ ফোর অর্থাৎ মূল সম্পর্কের আগে উষ্ণতার খেলা৷ ইন্টারকোর্সকে উপভোগ্য করে তোলার পথ সুগম করে এই পর্ব৷ তবে ঠিকমতো করতে পারলে কখনও কখনও ইন্টারকোর্সের থেকেও মনোরম হয়ে ওঠে শারীরিক সম্পর্কের পূর্বরাগ বা ফোর প্লে৷ দু’জনের পছন্দ ও সম্মতিক্রমে ফোরপ্লে হলে তাতে অর্গ্যাজমও অধরা নয়৷
আরও পড়ুন : স্বামী বা সঙ্গী বন্ধ্যাত্বের শিকার? কীভাবে তাঁর আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করবেন
ফোর প্লে-এর উপকারিতা
ফোর প্লে-এর উপকারিতাও অস্বীকার করা যায় না৷ শারীরিক ও মানসিক দু’দিক থেকেই সাহায্য করে ফোর প্লে৷মানসিক নৈকট্য আনে, সঙ্গীকে তৃপ্ত করার বিষয়ে আত্মবিশ্বাস গডে তোলে৷ কমে যায় মানসিক উদ্বেগও৷
আরও পড়ুন : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত
ফোর প্লে করার প্রস্তুতি
তবে ফোর প্লে করারও মানসিক প্রস্ততি দরকার৷ উপযুক্ত আলো ও সুবাসে ঘর করে তুলুন মায়াময়৷ প্রয়োজনে রাখুন ঠিকঠাক অ্যাকসেসরিজ৷ সঙ্গীর সঙ্গে চলতেই পারে দুষ্টুমিভরা প্রাপ্তবয়স্ক কথা৷ এ সবই আদতে শারীরিক সম্পর্কে তৃপ্তির অনুঘটক৷
আরও পড়ুন : কোনও শ্যাম্পু-কন্ডিশনারেই চুল ভাল থাকছে না? এবার এই গাছের ফল ব্যবহার করে দেখুন
ফোর প্লে-ও যখন ব্যর্থ
তবে ফোর প্লে-এর উপর খুব বেশি নির্ভর করবেন না৷ মূল পর্বের আগে এটা আপনার সঙ্গিনীকে উত্তেজিত করার উপায় মাত্র৷ অন্যান্য সমস্যার কারণে শারীরিক সম্পর্কের ইচ্ছে চলে গেলে কিন্তু ফোর প্লে-ও ব্যর্থ হবে৷ সেক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই৷