TRENDING:

Buying Banarasi Saree : বিয়ের বেনারসি কেনার সময়ে এই ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবেন না

Last Updated:

Buying Banarasi Saree : বেনারসি কেনার আগে কোন পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে জেনে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুধু বিয়েই নয়, প্রত্যেক মহিলার স্বপ্নের বেনারসি শাড়ি হল রাজকীয়তা এবং নারীসুলভ আকর্ষণের প্রতিমূর্তি। তবে সত্যিকারের বেনাসরি চেনার বিভিন্ন উপায় রয়েছে। রয়েছে জরির যাচাইয়ের পদ্ধতিও। আসল বেনারসি শাড়ির সরাসরি দেশীয় তাঁতের মধ্যে থেকে সবসময় গুণমান পরীক্ষা করা হয় এবং কোনও ত্রুটি পাওয়া গেলে কখনই আর ব্যবসা পর্যন্ত এগোয় না। তাই বেনারসি কেনার আগে কোন পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে জেনে নেওয়া যাক (Tips to remember before buying banarasi saree for wedding )।
চমক থাকুক ব্লাউজে

শাড়ি সাদামাটা হোক তাতে ক্ষতি নেই, কিন্তু চমকে দিতে হবে নানা স্টাইলের ব্লাউজ পরে। রেশম বা কাচ বসানো বা মিরর ওয়ার্ক করা ব্লাউজ, বেল স্লিভ এরকম নানা ব্লাউজ দিব্যি লাগবে।
চমক থাকুক ব্লাউজে শাড়ি সাদামাটা হোক তাতে ক্ষতি নেই, কিন্তু চমকে দিতে হবে নানা স্টাইলের ব্লাউজ পরে। রেশম বা কাচ বসানো বা মিরর ওয়ার্ক করা ব্লাউজ, বেল স্লিভ এরকম নানা ব্লাউজ দিব্যি লাগবে।
advertisement

 সৌন্দর্য এবং দরদাম

বেনারসি কেনার আগে সবসময়ে শাড়ির সৌন্দর্য ও গুণমান খেয়াল রাখতে হবে। সাংস্কৃতিকভাবে অসাধারণ আকর্ষণের জন্য, একসময় বেনারসি শুধু বিয়ের পোশাক ছিল কিন্তু বর্তমানে সকলের চাহিদা হয়ে উঠেছে। ব্যবসার পরিবর্তন হলেও শাড়ির আসল বুননের এখনও শক্ত মাটি রয়েছে। সেক্ষেত্রে এখনও রঙের ভিন্নতাও ভালোভাবে যাচাই করা হয়। বিশেষজ্ঞরা নকশা এবং মোটিফও খুব সুন্দরভাবে শেষ করেন। সবমিলিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শাড়ির কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ করা হয়। আবার ৫ হাজার থেকে শুরু করে বেনারসির সর্বাধিক দামের কোনও সীমা নেই। শিফনের মতো কাতান সিল্ক ছাড়াও অন্যান্য কাপড়েও এগুলি তৈরি করা হয়। তাই বেনারসি কেনার সময়ে শুধু সূক্ষ্মভাবে শাড়ি দেখা এবং বুননের দিকে খেয়াল রাখতে হবে।

advertisement

আরও পড়ুন : লাগামহীন উত্তেজনার বশে শরীরে ফুটে ওঠা ‘লভ বাইট’ জীবনের জন্য চরম ক্ষতিকরও হতে পারে

নিঁখুত উত্তরাধিকার

কেনার সময়ে বেনারসি শাড়ির প্রস্ততির বিষয়টি খেয়াল রাখা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকাল হ্যান্ডলুম শাড়িগুলি ঐতিহ্যবাহী শিল্পের আওতায় পড়ে। এক থেকে ছয় মাসের মধ্যে কারিগরেরা বোনেন, যেখানে প্রায় ৬ ইঞ্চি কাপড় বুনতে দিনে ৮ ঘন্টা সময় লাগে। আসলে হ্যান্ডলুম ঘরোয়া দেখতে হলেও সবসময়েই স্টাইলিশ লুক দেয়।

advertisement

 সময়হীন এবং চিরন্তন

বেনারসি শাড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে। এইভাবেই মায়ের দেওয়া বেনারসি শাড়ি মেয়েরা ব্যবহার করতে থাকে। তাই বেনারসি শাড়িকে সত্যিকারের বয়সহীন বিনিয়োগ বলা চলে।

আরও পড়ুন : গাজরের মতো এর শাকও খুবই উপকারী

ধাতু যাচাই

যে কোনও সময়ে কিনলেই বেনারসি শাড়ির মূল্য একই থেকে যায়। এই শাড়িগুলি আসল সোনা ও আসল রুপোর জরি দিয়ে বোনা হয়। ফুল বা জালের মতো বিখ্যাত জরির কাজের মোটিফগুলি শাড়ির নকশার আসল বৈশিষ্ট্য। এমনকী সূক্ষ্ম ধাতুটি অনেকদিন ফ্যাব্রিক ধরে রাখে এবং যা নষ্ট হয়ে গেলেও আর্থিক মূল্য থাকে বলে বিশ্বাস করা হয়।

advertisement

আরও পড়ুন : রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফালি নারকেল, দূর করবে অনিদ্রা-সহ একাধিক সমস্যা

উত্তরাধিকার বাঁচিয়ে রাখে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেনারসি শাড়ি কেনার সময়ে সঠিকভাবে তা সনাক্ত করে কেনা খুবই গুরুত্বপূর্ণ। তাঁতি এবং তাদের পুরো পরিবারই কোনও না কোনও উপায়ে তাঁতশিল্পের প্রক্রিয়ায় জড়িত। এছাড়াও কারিগর রয়েছেন যাঁরা বর্তমানে প্রাচীন সেই নকশা কোডিং সিস্টেমে ডিজাইন করেন এবং কাপড়ে বসান। সুতরাং, এই সব কিছু দেখে কিনলে তবেই আসল বেনারসি চেনা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Buying Banarasi Saree : বিয়ের বেনারসি কেনার সময়ে এই ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল