শারীরিক সমস্যার পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকে মানসিক সমস্যাও৷ সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে লভ বাইট মিলিয়ে যায়৷ কিন্তু অনেক সময়েই এই দাগ খুব গভীর হয়ে বসে যায়৷ ফলে চট করে এই দাগ উঠে যেতে চায় না৷ সেই পরিস্থিতিতে আপনার সঙ্গিনী লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে পারেন৷ কারণ তাঁকে সব সময় ওই দাগ লুকিয়ে রাখার চেষ্টা করে যেতে হয়৷