TRENDING:

Pigmentation of under arms : বাহুমূলে কালো দাগ লজ্জা ও অস্বস্তির কারণ? এই নিয়মগুলি মেনে গরমেও থাকুন দাগমুক্ত ও ফুরফুরে

Last Updated:

Pigmentation of under arms : পিগমেন্টেশন ত্বকের যে কোনও অংশে হতে পারে৷ কিন্তু বাহুমূলে হলে কেতাদুরস্ত পোশাক পরার ইচ্ছে দফারফা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীত শেষে বসন্ত সমাগত৷ কদিন পরই হাজির হবে গ্রীষ্মকাল৷ গরমকালের সেরা ফ্যাশন স্লিভলেস৷ সে ব্লাউজ হোক, বা টপ, বা সালোয়ার কামিজ৷ কিন্তু এই কেতা মাঠে মারা যাবে যদি বাহুমূল অপরিষ্কার থাকে৷ পিগমেন্টেশন ত্বকের যে কোনও অংশে হতে পারে৷ কিন্তু বাহুমূলে হলে কেতাদুরস্ত পোশাক পরার ইচ্ছে দফারফা!( pigmentation of underarms)
advertisement

ইনস্টাগ্রামে ত্বক বিশেষজ্ঞ ডক্টর সু লিখেছেন, ‘‘ত্বকে মেলানিন বা মেলানোসাইটিস বেশি থাকলে বাহুমূলে কাো ছোপ পড়ার প্রবণতা বেশি থাকে৷ তিনি আরও বলেছেন ত্বকে ডিওডোরান্ট সহ্য না হলে নানারকমের সংক্রমণ হতে পারে৷ তার ফলেও ত্বকের রং কালচে হয়ে পড়তে পারে৷ কাঠগড়ায় আছে রোম তোলার বিভিন্ন প্রক্রিয়াও৷ শেভিং, প্লাকিং বা ওয়্যাক্সিং-এর মতো প্রক্রিয়াতেও বাহুমূল কালো হয়ে যেতে পারে৷ কারণ এই প্রক্রিয়াগুলির জন্য নির্দিষ্ট অংশে ত্বকে মেলানিন বেশি উৎপন্ন হয়৷

advertisement

এ ছাড়া এক্সফোলিয়েশন নিয়মিত না করার জন্যেও পিগমেন্টেশন প্রক্রিয়া বেড়ে যায়৷ এ জন্য দায়ী শরীরে হরমোনের ভারসাম্যের অভাব, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া-সহ একাধিক কারণ৷

আরও পড়ুন : আপনার রান্নাঘরে গ্যাসস্টোভ ঠিক আছে তো? বুঝবেন কী করে?

সমস্যা থেকে মুক্তির পথও জানিয়েছেন ত্বক বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, এই নিয়মগুলি পালন করলে বাহুমূলের ত্বক থাকবে দাগছোপহীন৷

advertisement

ডিওডোরান্ট পরিবর্তন-

ডিও পরিবর্তন করে দেখা যেতে পারে ত্বক কীরকম থাকে৷ ত্বকে রাসায়নিকের বিক্রিয়া এক এক রকম হয়৷

শেভিং-

রেজার ব্যবহার করলে ত্বকে সংক্রমণ হয়৷ তাই শেভ করার সময় বেশি চাপ বা জোর দেওয়া উচিত নয়৷

আরও পড়ুন :  প্রাণিহত্যা নয়, এ বার মাংস পাওয়া যাবে বাতাস থেকেই!

advertisement

সানস্ক্রিন-

শুধু গরমকাল নয়, সারা বছরই ব্যবহার করুন সানস্ক্রিন৷

ঢিলেঢালা পোশাক-

অতিরিক্ত চাপা পোশাক পরলে হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে৷ তাই গরমে কেতাদুরস্ত অথচ ঢিলেঢালা পোশাক পরুন৷

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

ফিটনেস-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিনভর কাজের মধ্যে সক্রিয় থাকুন৷ তাই বাহুমূল দাগহীন রাখতে বজায় রাখুন ফিটনেস৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pigmentation of under arms : বাহুমূলে কালো দাগ লজ্জা ও অস্বস্তির কারণ? এই নিয়মগুলি মেনে গরমেও থাকুন দাগমুক্ত ও ফুরফুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল