জলের পরিমাণ কম-
শীতকালে বেশিরভাগ ইন্ডোরপ্ল্যান্ট নির্জীব হয়ে পড়ে৷ এ সময় বেশি জল দেবেন না৷ বেশি জল দিলে গাছের ক্ষতি৷ গাছ থেকে গাছের জলের পরিমাণে তারতম্য ঘটে৷ শীতকালে দু’ সপ্তাহে এক বার জল দিলেও যথেষ্ট৷
আরও পড়ুন : কীভাবে খেলে মৌরি সবথেকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে
advertisement
পর্যাপ্ত আলো-
শীতে দিনের দৈর্ঘ্য কমে আসে৷ তাই এমন জায়গায় ইন্ডোর প্ল্যান্ট রাখুন, যেখানে সেগুলি প্রচুর আলো পায়৷ তবে একটি গাছের তুলনায় অন্য গাছে লাইট সেনসিভিটির তারতম্য আছে৷ অতিরিক্ত সূর্যালোক ইন্ডোর প্ল্যান্টের ক্ষতি করে৷ নির্দিষ্ট গাছের কতটা প্রয়োজন, সেটা বুঝেই আলো ব্যবস্থা করুন৷
আরও পড়ুন : রেফ্রিজারেটরে কীভাবে খাবার রাখলে তা অনেক দিন পর্যন্ত তাজা থাকবে?
পরিচ্ছন্নতা-
গাছের পাতায় ধুলো জমলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়৷ ফলে কীটপতঙ্গের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়৷ তাই নিয়মিত পাতা পরিষ্কার করুন৷ কোনও পাতায় কীট সংক্রমিত হলে সেটি ফেলে দেওয়াই ভাল৷ কারণ তার ফলে গাছের রোগ দেখা দিতে পারে৷ ব্রাশ দিয়ে গাছের পাতা পরিষ্কার রাখুন৷
আরও পড়ুন : রান্নায় কারিপাতা মানেই হাজারো শারীরিক সমস্যার সমাধান
ঘরের আর্দ্রতা-
ঘরের আবহাওয়ায় আর্দ্রতা বজায় রাখুন৷ তাহলে আপনার ইন্ডোর প্ল্যান্টও ভাল থাকবে৷ পাশাপাশি তাপমাত্র্রার সামঞ্জস্যও বজায় রাখুন৷