ওয়াশিং মেশিনে দেওয়ার আগে সাদা পোশাক ভিজিয়ে রাখুন গরম জলে৷ তাতে দিন দু চামচ বেকিং সোডা৷ কিছু ক্ষণ এই মিশ্রণে সাদা পোশাক চুবিয়ে রাখুন৷ তার পর কেচে নিন৷
অন্যান্য রঙিন পোশাকের সঙ্গে সাদা পোশাক একদমই ভেজাবেন না৷ তাহলে রঙিন ছোপ লেগে যেতে পারে৷ তাছাড়া সাদা রংও ম্লান হয়ে যাবে৷
আরও পড়ুন : খরচ কমাতে ভাজাভুজির পর ওই একই তেল আবার ব্যবহার করতে চান? জেনে নিন কীভাবে
advertisement
কাপড় কাচার সাবানের উপকরণ অবশ্যই দেখে নিন৷ ডিটারজেন্টের গুণমান ঠিক হলে, সাবান যদি মৃদু হয়, তাহলে সাদা কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে৷
আরও পড়ুন : লোকজনের দুঃখ কষ্ট লাঘব করতে গত ১২ বছর ধরে পাথর খেয়ে চলেছেন তিনি!
যে ধরনের পোশাক এবং তাতে যে রকমের দাগ লেগেছে, তার উপর নির্ভর করেই দাগ পরিষ্কার করুন এবং কাপড় কাচুন৷
আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে খারকিভে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের
বাজারচলতি ফ্যাব্রিক সফনার কিনবেন না৷ তার পরিবর্তে ব্যবহার করুন পরিস্রুত সাদা ভিনিগার৷ জলে মিশিয়ে নিলে এতে দাগও উঠবে, আবার কাপড়ের গুণমানও ভাল থাকবে৷
খুব কড়া রোদে সাদা পোশাক শুকোতে দেবেন না৷ একটু হাল্কা রোদে বা আলোছায়া অংশে সাদা পোশাক শুকোতে দিন৷
ইস্ত্রি করার সময় খুব বেশি গরম করবেন না আয়রন৷ পরিবর্তে ইস্ত্রি একটু কম গরম করে আয়রন করুন৷ তাহলে সাদা পোশাক ভাল থাকবে৷