TRENDING:

Parenting: সন্তানের বয়স ৬ মাস? আপনার জন্য রইল কিছু টিপস

Last Updated:

Parenting: সদ্যোজাত (new born baby) অবস্থা থেকে বয়স ৬ মাসে পৌঁছতেই শিশুর অ্যাক্টিভিটি এক লাফে বেড়ে যায় অনেকটাই৷ শিশুর ধাপে ধাপে বড় হয়ে ওঠার পর্বে এই সময়টা একটা সন্ধিক্ষণ বলা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সদ্যোজাত (new born baby) অবস্থা থেকে বয়স ৬ মাসে পৌঁছতেই শিশুর অ্যাক্টিভিটি এক লাফে বেড়ে যায় অনেকটাই৷ শিশুর ধাপে ধাপে বড় হয়ে ওঠার পর্বে এই সময়টা একটা সন্ধিক্ষণ বলা যায়৷ তাই সন্তানকে কী শেখাবেন, বা সে কী করবে, সেটা বাবা মায়েদের কাছে স্পষ্ট হওয়া দরকার৷
advertisement

বাচ্চার হাতে এই সময় মোবাইল ফোন একদমই তুলে দেবেন না ৷ বেশিরভাগ বাড়িতেই দেখা যায় বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য বা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য মোবাইলের সাহায্য নেন৷ তার বদলে শিশুকে বই দিন৷ পশুপাখি, জীবজন্তুর বড় বড় ছবি-সহ রঙিন বই দিন শিশুসন্তানকে৷ হয়তো কিছুটা বই ছিঁড়ে ফেলবে, কিন্তু তাতেও নিরাশ হবেন না৷ মোবাইলের বদলে শিশুকে বই দিলে ভবিষ্যতে সুবিধে হবে ওরই৷

advertisement

আরও পড়ুন : পাবলিক টয়লেটের দরজায় উপরে ও নীচের অংশ থাকে না কেন?

৬ মাস বয়সে (6-month-old infant) পৌঁছে শিশুরা সাধারণত হাততালি দিতে শিখে যায়৷ সেটা করতে তাদের উৎসাহ দিন৷ বাচ্চাও এটা উপভোগ করবে৷ পরবর্তীতে এটা তাদের নতুন জিনিস শিখতেও উৎসাহ দেবে৷

এই সময় থেকেই শিশু কথা বলতে শেখে৷ মুখ থেকে নানা রকম শব্দ বার করে৷ তাদের কথা বলার ধরন আলাদা৷ শুধুমাত্র নির্দিষ্ট কিছু শব্দ বেরিয়ে আসে মুখ থেকে ৷ এ সময়ে তাদের সঙ্গে বেশি করে কথা বলুন৷ শিশু হাসলে আপনিও তাকে হাসি ফিরিয়ে দিন৷

advertisement

আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকা অনর্গল মিথ্যে বলেন? তাঁদের কোন আচরণ থেকে বুঝতে পারবেন?

জামাকাপড়, খেলনা এবং তার নিজস্ব জিনিস নিয়ে শিশুকে সচেতন করে তুলুন৷ প্রতি জিনিসের নাম তাকে বলুন৷ চার ধারে যা যা দেখা যাচ্ছে, তাদের নামগুলো বলে দিন৷ চিনিয়ে দিন রংও৷ শিশুও এই সময় দ্রুত সব কিছু শিখে নিতে চায়৷

advertisement

শিশুর সঙ্গে সময় কাটানো পর্বে নানারকম খেলা নিজেই উদ্ভাবন করুন৷ হাত দিয়ে নিজের মুখ ঢাকুন আবার খুলে দিন৷ সাধারণ কথায়, ‘টুকি টুকি’ খেলুন৷ শিশুর খুবই ভাল লাগবে এই খেলা৷

আরও পড়ুন : ঘুমোতে ভালবাসেন? জানেন কি অতিরিক্ত ঘুম স্ট্রোকের বড় কারণ!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে মনে রাখবেন প্রতি শিশুই অন্য শিশুর থেকে আলাদা৷ তাই সকলের বৈশিষ্ট্য অন্যের সঙ্গে মিলবে না৷ প্রত্যেকের অগ্রগতিও একইরকম হবে না৷ শিশুর দৈহিক ও মানসিক বিকাশের পথে কোনও অসুবিধে হচ্ছে সন্দেহ হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Parenting: সন্তানের বয়স ৬ মাস? আপনার জন্য রইল কিছু টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল