কোমল মন-
শিশুরা খুব কোমল মতির৷ তাই যে কোনও আচরণ তাদের মনে খুব কঠিন প্রভাব ফেলে৷ প্রথমে তাদের কথা মন দিয়ে শুনুন৷ তার পর দেখুন যাতে আপনার আচরণ তাঁদের মনের দিক দিয়ে আহত না করে৷
আরও পড়ুন : দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের জাদুতে বাংলাদেশের হৃদয় জয় রহমানের
advertisement
তুলনা নয়-
প্রতিটি শিশুই নিজের গুণে অনন্য৷ তাই কখনও অন্য শিশুর সঙ্গে তাকে তুলনা করবেন না৷ কারণ আপনার তুলনা তার মনে হীনমন্যতার জন্ম দিতে পারে৷ তুলনার বদলে আলাদা বৈশিষ্ট্যকে গুরুত্ব দিন৷ ভাইবোনদের মধ্যে তুলনা বন্ধ হলে তারা বুঝতে পারবে প্রত্যেকেই নিজের অস্তিত্বে বিশেষ৷
আরও পড়ুন : গরমে ঢক ঢক করে ফ্রিজের বরফঠান্ডা জল গলায় ঢালছেন? নিজের কী চরম ক্ষতি করছেন দেখুন
পারিবারিক মিলন উৎসব-
পারিবারিক মিলন অনুষ্ঠানের আয়োজন করুন মাঝে মধ্যেই৷ তাহলে দেখা হবে তুতো ভাইবোনদের সঙ্গে৷ তাহলে অনেকের মাঝে নিজের ভাইবোনের সঙ্গে ঝগড়া বন্ধ হবে৷
বাবা মায়েদের ভাবমূর্তি-
সন্তানদের সামনে বাবা মায়েরা নিজেদের ভাবমূর্তি তৈরি করুন৷ দাম্পত্য কলহ মিটিয়ে নিন হাসিমুখে৷ তাহলে সন্তানরাও বুঝবে কলহের খারাপ দিক৷
আরও পড়ুন : খরচ কমাতে ভাজাভুজির পর ওই একই তেল আবার ব্যবহার করতে চান? জেনে নিন কীভাবে
গুরুত্ব তুলে ধরুন-
সন্তানদের কাছে তাদের গুরুত্ব তুলে ধরুন৷ বুঝিয়ে বলুন, তাদের একে অপরকে দরকার হবে৷ তাদের মধ্যে আবেগের বন্ধন তৈরি করুন৷ তাদের মধ্যে ইমোশনাল বন্ডিং থাকলে বাকি বিশ্ব তাদের সামনে মাথানত করতে বাধ্য৷