TRENDING:

Sundarban Tourism: মনোরম আবহাওয়ায় এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও সহজ! বিধায়কের উদ্যোগে সেজে উঠছে প্রবেশদ্বার, মসৃণ হচ্ছে ১২ কিমি পথ

Last Updated:

সুন্দরবনের কুলতলির কৈখালি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে কৈখালিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,সুন্দরবন, সুমন সাহা: সুন্দরবনের কুলতলির কৈখালি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে কৈখালিতে। কিন্তু জামতলা থেকে কৈখালী যাওয়ার যে ১২ কিলোমিটার রাস্তা দীর্ঘ বেহাল অবস্থায়। যার কারণে পর্যটক থেকে শুরু করে সুন্দরবনবাসীদের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ রাস্তা দিয়ে ভরা মরশুমে বহু পর্যটকের আনাগোনা হয়। তার উপরে শীত পড়তে শুরু করেছে এই রাস্তা দিয়ে চলবে নানা ধরনের গাড়ি থেকে পর্যটকদের আশা শুরু হবে। তার ঠিক আগেই স্থানীয় বিধায়কের প্রচেষ্টায় এই পিচের রাস্তাটি নবরূপে সজ্জিত হচ্ছে।
advertisement

কুলতলী কৈখালী যেমন আকর্ষণীয় পর্যটকদের কাছে, তেমনই মানুষের মন কাড়ছে দিনের পর দিন। কংক্রিটের নদী বাঁধ গভীর অরণ্য, ভিন্ন প্রজাতির পাখির কুজন সকালে সন্ধ্যায়। অরণ্য, নদীবক্ষে বিলাসবহুল নৌকা নিয়ে ঘোরা এবং কী নেই এখানে!

আরও পড়ুন: দাম ১২০-১৫০ টাকা, শীত পড়তেই হু হু করে বাড়ছে স্পেশ্যাল তাল বেগুনের চাহিদা! সব জায়গায় আবার মেলে না

advertisement

View More

রামকৃষ্ণ আশ্রম এখানে একাধিক গেস্ট হাউস বাইরের পর্যটকদের জন্য থাকার মনোরম পরিবেশ। তেমনই সন্ধ্যাকালীন এই আশ্রমের সন্ধ্যারতি সত্যি মানুষকে টানে। তার উপরে বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের লুকোচুরি আলাদা মাধুর্য। পাশাপাশি কৈখালীতে তৈরি হচ্ছে উন্নততর বাঁধের।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোরম আবহাওয়ায় এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও সহজ! বিধায়কের উদ্যোগে সেজে উঠছে প্রবেশদ্বার
আরও দেখুন

দীর্ঘদিন বুকের মধ্যে পুষে রাখা স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে তাই উচ্ছ্বসিত পর্যটক থেকে নদীর পাড়ের বাসিন্দারা। দেখা দিয়েছে তাদের মাঝে স্বস্তি। কাজ শুরু হয়েছে, ওই সমস্ত এলাকার বাসিন্দারা খুবই আনন্দিত। এখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে কৈখালী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কৈখালী পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sundarban Tourism: মনোরম আবহাওয়ায় এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও সহজ! বিধায়কের উদ্যোগে সেজে উঠছে প্রবেশদ্বার, মসৃণ হচ্ছে ১২ কিমি পথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল