কুলতলী কৈখালী যেমন আকর্ষণীয় পর্যটকদের কাছে, তেমনই মানুষের মন কাড়ছে দিনের পর দিন। কংক্রিটের নদী বাঁধ গভীর অরণ্য, ভিন্ন প্রজাতির পাখির কুজন সকালে সন্ধ্যায়। অরণ্য, নদীবক্ষে বিলাসবহুল নৌকা নিয়ে ঘোরা এবং কী নেই এখানে!
আরও পড়ুন: দাম ১২০-১৫০ টাকা, শীত পড়তেই হু হু করে বাড়ছে স্পেশ্যাল তাল বেগুনের চাহিদা! সব জায়গায় আবার মেলে না
advertisement
রামকৃষ্ণ আশ্রম এখানে একাধিক গেস্ট হাউস বাইরের পর্যটকদের জন্য থাকার মনোরম পরিবেশ। তেমনই সন্ধ্যাকালীন এই আশ্রমের সন্ধ্যারতি সত্যি মানুষকে টানে। তার উপরে বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের লুকোচুরি আলাদা মাধুর্য। পাশাপাশি কৈখালীতে তৈরি হচ্ছে উন্নততর বাঁধের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘদিন বুকের মধ্যে পুষে রাখা স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে তাই উচ্ছ্বসিত পর্যটক থেকে নদীর পাড়ের বাসিন্দারা। দেখা দিয়েছে তাদের মাঝে স্বস্তি। কাজ শুরু হয়েছে, ওই সমস্ত এলাকার বাসিন্দারা খুবই আনন্দিত। এখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে কৈখালী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কৈখালী পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।





