ভার্টিক্যাল স্ট্রাইপ:
হরাইজন্টাল স্ট্রাইপ যেমন চেহারা কিছুটা ভারী দেখায়, তেমনি আবার ভার্টিক্যাল স্ট্রাইপ পড়লে লম্বা দেখায়। আবার যদিও সরু স্ট্রাইপ বেশ ভালো, কিন্তু মোটা স্ট্রাইপের পোশাক ভালো ভাবে পরলে ঠিক একই ভাবে কাজ করে। তাই উচ্চতা কম হলে ভার্টিক্যাল স্ট্রাইপ আছে এমন টি-শার্ট, শার্ট কিংবা জ্যাকেট পরলে লম্বা দেখাবে
অ্যাঙ্কল স্ট্র্যাপ পরা যাবে না:
advertisement
আবার একই ভাবে অ্যাঙ্কল স্ট্র্যাপ পরলে চেহারা অপেক্ষাকৃত ছোটখাটো এবং ভারী দেখায়। যা সামগ্রিক লুকের সঙ্গে খুব একটা ভালো লাগে না। এছাড়া যদি স্ট্র্যাপি স্যান্ডেল পছন্দ হয়, তাহলে হিল জুতো বেশ মানাবে।
আরও পড়ুন - যৌনক্ষুধা বাড়িয়ে জীবনকে রোমাঞ্চে ভরিয়ে তুলতে এই মশলাগুলি জুড়িহীন
শার্ট ড্রেস বাদ:
শার্ট ড্রেস আরামদায়ক হলেও এগুলি কম উচ্চতার মানুষের শরীরের ধরনের জন্য খুব একটা মানানসই পোশাক নয়। এই ধরনের শার্ট ড্রেস পরলে বর্গাকার অথবা চৌকো আকৃতির চেহারার দেখতে লাগে, যা কেউ খুব একটা পছন্দ করেন না।
ডিপ গলা পরা উচিত:
ডিপ নেকলাইন পোশাক পরলে লম্বা দেখতে লাগে। যদিও বহু মহিলাদেরই অনেক সময় এই ধরনের ডিপ গলার পোশাক পরে কর্মস্থলে যেতে অসুবিধা হতে পারে।
আরও পড়ুন - ঝোড়ো যৌনজীবনেও অধরা অর্গ্যাজম? মহিলারাও পেতে পারেন শীর্ষ রতিসুখ
ম্যাক্সি ড্রেসের ক্ষেত্রে যা করণীয়:
যদি ম্যাক্সি ড্রেস পরতে ভালো লাগে, তাহলে এই ধরনের পোশাক নিশ্চিন্তে পরা যেতে পারে। তবে ম্যাক্সি পোশাকের ফিটিংস যেন ঠিক থাকে, সেদিকটা সব সময় মাথায় রাখতে হবে। ম্যাক্সি ড্রেসগুলি নিচের দিকে সরু থাকে বলে কম উচ্চতার মহিলাদের পরলে ভালোই মানায়।