TRENDING:

Styling Tips For Short Girls: উচ্চতা কম হলেও চিন্তা নেই, এইভাবে সাজলেই ঠিক লম্বা দেখাবে

Last Updated:

Short girls styling tips and tricks to follow: জেনে নেওয়া যাক, ঠিক কী কী নিয়ম মানলে উচ্চতা যাই হোক না-কেন, ভিড়ের মাঝে সকলের নজর কাড়া যায়, দেখতেও একটু লম্বা লাগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Styling Tips For Short Girls: যদিও উচ্চতা, ওজন কিংবা গায়ের রঙ দিয়ে আসল সৌন্দর্য্য বিচার করা যায় না। কিন্তু তা-ও চেহারায় কম-বেশি খুঁত থাকলে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। সেরকমই উচ্চতা কম থাকলে ঠিক মতো ফ্যাশনেবল হয়ে ওঠা যায় না বলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। কারণ বহু সময় অনেকেই বলেন যে, উচ্চতা কম হলে এই ধরনের পোশাক মানাবে না। কিন্তু সত্যিই কারও গায়ের রঙ বা উচ্চতা অথবা ওজনের উপরে তাঁর ফ্যাশন বা স্টাইল নির্ভর করে না। ঠিক কতটা স্বচ্ছন্দে এবং আত্মবিশ্বাসের সঙ্গে স্টাইল করা হচ্ছে, তার উপরেই ফ্যাশন দক্ষতার পরিচয় পাওয়া যায়! তাই উচ্চতা কম বলে মন খারাপ করার কোনও কারণ নেই। বরং বাকি অনেকের মতো সহজেই হয়ে ওঠা যায় ফ্যাশনিস্তা। তাহলে জেনে নেওয়া যাক, ঠিক কী কী নিয়ম মানলে উচ্চতা যাই হোক না-কেন, ভিড়ের মাঝে সকলের নজর কাড়া যায়, দেখতেও একটু লম্বা লাগে।
How do you style short girls?
How do you style short girls?
advertisement

ভার্টিক্যাল স্ট্রাইপ:

হরাইজন্টাল স্ট্রাইপ যেমন চেহারা কিছুটা ভারী দেখায়, তেমনি আবার ভার্টিক্যাল স্ট্রাইপ পড়লে লম্বা দেখায়। আবার যদিও সরু স্ট্রাইপ বেশ ভালো, কিন্তু মোটা স্ট্রাইপের পোশাক ভালো ভাবে পরলে ঠিক একই ভাবে কাজ করে। তাই উচ্চতা কম হলে ভার্টিক্যাল স্ট্রাইপ আছে এমন টি-শার্ট, শার্ট কিংবা জ্যাকেট পরলে লম্বা দেখাবে

অ্যাঙ্কল স্ট্র্যাপ পরা যাবে না:

advertisement

আবার একই ভাবে অ্যাঙ্কল স্ট্র্যাপ পরলে চেহারা অপেক্ষাকৃত ছোটখাটো এবং ভারী দেখায়। যা সামগ্রিক লুকের সঙ্গে খুব একটা ভালো লাগে না। এছাড়া যদি স্ট্র্যাপি স্যান্ডেল পছন্দ হয়, তাহলে হিল জুতো বেশ মানাবে।

আরও পড়ুন - যৌনক্ষুধা বাড়িয়ে জীবনকে রোমাঞ্চে ভরিয়ে তুলতে এই মশলাগুলি জুড়িহীন

শার্ট ড্রেস বাদ:

advertisement

শার্ট ড্রেস আরামদায়ক হলেও এগুলি কম উচ্চতার মানুষের শরীরের ধরনের জন্য খুব একটা মানানসই পোশাক নয়। এই ধরনের শার্ট ড্রেস পরলে বর্গাকার অথবা চৌকো আকৃতির চেহারার দেখতে লাগে, যা কেউ খুব একটা পছন্দ করেন না।

ডিপ গলা পরা উচিত:

ডিপ নেকলাইন পোশাক পরলে লম্বা দেখতে লাগে। যদিও বহু মহিলাদেরই অনেক সময় এই ধরনের ডিপ গলার পোশাক পরে কর্মস্থলে যেতে অসুবিধা হতে পারে।

advertisement

আরও পড়ুন - ঝোড়ো যৌনজীবনেও অধরা অর্গ্যাজম? মহিলারাও পেতে পারেন শীর্ষ রতিসুখ

ম্যাক্সি ড্রেসের ক্ষেত্রে যা করণীয়:

যদি ম্যাক্সি ড্রেস পরতে ভালো লাগে, তাহলে এই ধরনের পোশাক নিশ্চিন্তে পরা যেতে পারে। তবে ম্যাক্সি পোশাকের ফিটিংস যেন ঠিক থাকে, সেদিকটা সব সময় মাথায় রাখতে হবে। ম্যাক্সি ড্রেসগুলি নিচের দিকে সরু থাকে বলে কম উচ্চতার মহিলাদের পরলে ভালোই মানায়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Styling Tips For Short Girls: উচ্চতা কম হলেও চিন্তা নেই, এইভাবে সাজলেই ঠিক লম্বা দেখাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল