সাদা পাউরুটি-
রিফাইন্ড হোয়াইট ব্রেডে প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়৷ এর ফলে আপনার রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে৷ ময়দা থেকে তৈরি এই পাউরুটি খেলে ওভারইটিংয়ের প্রবণতাও তৈরি হয়৷
কেক ও পেস্ট্রি-
এক টুকরো কেক আমাদের সকলের কাছেই সুস্বাদু৷ কিন্তু মনে রাখবেন কেকের মূল উপকরণও ময়দা৷ তাছাড়া ময়দাজাতীয় কোনও খাবারই আমাদের খিদে যথার্থভাবে পূরণ করে না, বরং ডেকে আনে বেশি খাওয়ার প্রবণতা৷ পরিণামে ক্যালরি বেড়ে যায় কয়েক গুণ৷
advertisement
আরও পড়ুন : হাড়ের সুস্থতা থেকে ভাল ঘুম, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের অবদান অনেক
ফলের রস-
স্বাস্থ্যকর পানীয় হিসেবে অনেকেরই পছন্দ ফলের রস৷ কিন্তু গোটা ফল থেকে আমরা যে খাদ্যগুণ ও পুষ্টিগুণ পাই, ফলের রস থেকে তা পাই না৷ প্রচুর চিনি মিশিয়ে তৈরি করা হয় বলে এতে ক্যালরিও অনেক বেশি থাকে৷
আইসক্রিম-
যে ফ্লেভারেরই হোক না কেন, আইসক্রিম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷ এতে প্রচুর পরিমাণে ক্যালরি ও চিনি থাকে৷ যদি এর প্রতি আপনার লোভ দুর্নিবার হয়, তাহলে ফল এবং ফুল ফ্যাট ইয়োগার্ট দিয়ে বাড়িতেই তৈরি করে নিন স্বাস্থ্যকর আইসক্রিম৷
আরও পড়ুন : ওমিক্রন মোকাবিলায় নতুন বছরে আমাদের মানতেই হবে এই নিয়মগুলি
বিয়ার-
বিয়ারে প্রচুর ক্যালরি থাকে৷ এই পানীয়ের পুষ্টিমূল্যও নেই৷ তাছাড়া যখন পান করেন, তখন প্রবণতা থাকেই এর সঙ্গে স্ন্যাক্স হিসেবে ভাজাভুজি খাওয়ার৷ ফলে সব মিলিয়ে আপনার শরীরে জড়ো হয় অতিরিক্ত ক্যালরির একগাদা খাবার৷
আরও পড়ুন : ভুঁড়ির জন্য অস্বস্তিতে? তলপেটের মেদ কমানোর আয়ুর্বেদিক উপায় জেনে নিন
ক্যান্ডি বার-
আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য ক্যান্ডি বার খুবই ক্ষতিকর৷ প্রচুর চিনি, তেল ও ময়দা দিয়ে তৈরি হওয়ায় ক্যান্ডিবারে ক্যালরি অনেক বেশি৷ ফলে এই খাবারের তুলনায় ফল ও বাদাম স্বাস্থ্যকর বিকল্প৷