TRENDING:

Spring Makeup Trend 2022: সামনেই দোল, বসন্তের সাজ কেমন হবে? জানুন লেটেস্ট ট্রেন্ড-টিপস

Last Updated:

রঙিন হয়ে ওঠার এই ঋতুতে সাজগোজেও মিশে থাকা চাই রঙের ছোঁয়া। (Spring Makeup Trend 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শহর জুড়ে দাপাচ্ছে বসন্তের হাওয়া। শিমুল, পলাশ লালে লাল। আর মাত্র ক’টা দিন পরেই আসবে দোল! রঙিন হয়ে ওঠার এই ঋতুতে সাজগোজেও মিশে থাকা চাই রঙের ছোঁয়া। সঙ্গে উজ্জ্বল তরতাজা ভাব। প্রতি বছরই ইন্টারনেটে আছড়ে পড়ে নতুন ট্রেন্ড। মহামারী পরবর্তী এই রঙের উৎসবেও তার ব্যতিক্রম হবে না।
Spring Makeup Trend 2022
Spring Makeup Trend 2022
advertisement

মেকআপ শিল্পীরা বলছেন, নো মেকআপ থেকে অতিরিক্ত মেকআপ, সবকিছুই সহাবস্থান করবে ২০২২-এ। প্রাকৃতিক ত্বকের টেক্সচার এবছর বিপুল জনপ্রিয়তা পাবে। প্রাইমার এবং হাইলাইটারকে সরিয়ে জায়গা করে নেবে স্বাভাবিক ও স্বাস্থ্যোজ্বল ত্বক। তবে চলতি বছরে উজ্জ্বল এবং গাঢ় মেকআপেরও সমান চাহিদা থাকবে। মহামারী পরবর্তী এই সময়ে কোন ধরনের লুক ট্রেন্ড করতে পারে তার ভবিষ্যদ্বাণী করেছেন মেকআপ শিল্পীরা।

advertisement

আরও পড়ুন: অস্টিওপোরোসিস! বয়সের সঙ্গে হাড়ের ক্ষয় কাদের বেশি? কী হয় জানেন?

দ্য মেটালিক গ্লো: মেকআপ মানে মজা। এ বছর রাজত্ব করবে কালার আইশ্যাডো, গ্লিটার এবং রিভার্স উইংড লাইনার সহ ক্লাসিক শিমার লুক। শুধু চোখে নয়, ঠোঁটেও এই রঙ ছড়িয়ে দেওয়া যায়। বসন্ত এসে গিয়েছে বলে কথা!

advertisement

স্মোকি আই লুক: গত কয়েক বছর ধরে ট্রেন্ড করছে স্মোকি আই লুক। অভিনেতা থেকে বড় বড় মডেলরা বেশ পছন্দ করেন চোখের এই সাজ! চোখের উপরের আর নিচের পাতায় প্রথমে আই প্রাইমার লাগিয়ে বেস তৈরি করতে হবে। চোখের উপরের পাতার পল্লব ঘেঁষে শুরু করে পাতার খাঁজ বরাবর কালো বা ধূসর আইশ্যাডো লাগিয়ে সুন্দর করে ব্লেন্ড করে কালো কাজল পেনসিল দিয়ে চোখের উপরের আর নিচের পাতায় মোটা করে রেখা টেনে আলতো হাতে স্মাজ করলেই কাজ শেষ। আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে মাস্কারা লাগিয়ে নেওয়া যায়।

advertisement

আরও পড়ুন: সারা ক্ষণ এক জায়গায় বসে কম্পিউটারে কাজ? কী কী রোগ হতে পারে জানুন

পিচ প্রিন্সেস লুক: স্যাটিন ফিনিশের সঙ্গে প্যাস্টেল শেডের আলাদা জনপ্রিয়তা আছে। এমন লুক পেতে চোখের বাইরের কোণগুলি সামান্য গাঢ় রঙে আঁকতে হবে। যাতে চোখ দু’টিকে আকারে বড় দেখায় এবং তার ফলে চোখে ফিরে আসবে সেই অন্তর্ভেদী দৃষ্টি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

দ্য ব্লাশড লুক: ভুরুজোড়া ব্রাশ করে সুঠাম শেপ দিতে হবে। চোখের উপরের পাতায় হালকা বাদামি ম্যাট আইশ্যাডো আলাদা গ্ল্যামার দেবে। গায়ের রঙ উজ্জ্বল হলে হালকা গোলাপি আইশ্যাডোও পরা যায় নির্ভয়ে। চোখ আঁকতে হবে কালো আইলাইনার দিয়ে খুব সরু করে। চোখের পল্লবে দু’কোট মাস্কারা পরে নিতে ভুললে চলবে না।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Spring Makeup Trend 2022: সামনেই দোল, বসন্তের সাজ কেমন হবে? জানুন লেটেস্ট ট্রেন্ড-টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল