TRENDING:

Spinach Health Benefits: শীতকালে পালংশাক খান, বছরভর একাধিক জটিল রোগ থেকে দূরে থাকুন

Last Updated:

Spinach Health Benefits: আপনার শীতকালীন ভুরিভোজে অবশ্যই থাকুক পালংশাক৷ কনকনে ঠান্ডায় জমিয়ে পালক পনির খাওয়ার আগে জেনে নিন এই শাকের উপকারিতা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুধু পপেই দ্য সেলর-ই নয়৷ পালংশাক (Spinach) আমাদের পক্ষেও বেশ উপকারী৷ এখন কমবেশি সারা বছর পাওয়া গেলেও শীতেই (having spinach in winter) মরসুমি পালংশাক খাওয়া উপকারী৷ দাম এমন কিছু বেশি থাকে না৷ রান্না করাও সোজা৷ তাই আপনার শীতকালীন ভুরিভোজে অবশ্যই থাকুক পালংশাক৷ কনকনে ঠান্ডায় জমিয়ে পালক পনির খাওয়ার আগে জেনে নিন এই শাকের উপকারিতা ৷
advertisement

পালংশাকে প্রচুর ভিটামিন ‘কে’ আছে৷ ফলে ‘অস্টিওক্যালক’ প্রোটিনের যোগান বৃদ্ধি পায়৷ আমাদের হাড়ে ক্যালসিয়ামের অভাব হয় না ৷ ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি থাকার ফলে পালংশাক আমাদের হাড়ের শক্তিবৃ্দ্ধির জন্য প্রয়োজনীয়৷

আরও পড়ুন : আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

advertisement

বিটা ক্যারোটিন থাকার ফলে আমাদের দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পালংশাক উপকারী৷ বয়ঃজনিত চোখের বিভিন্ন সমস্যায় পালংশাক বিকল্পহীন৷

ভিটামিন এ-এর আধার পালংশাক আমাদের ত্বককেও সুস্থ ও ঝলমলে রাখে৷ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে৷ সেবাম উৎপন্ন করে চুলের রূপও স্বাস্থ্যোজ্জ্বল থাকে পালংশাকের গুণে৷ কারণ আমাদের চুল ও ত্বকের টিস্যু গঠনের পিছনে ভিটামিন এ কার্যকর৷ ফলে চুল পড়া কমায়৷ রোধ করে চুলের সংক্রমণ ৷

advertisement

আরও পড়ুন : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি

পালংশাক খেলে ভাল থাকে হৃদযন্ত্রের স্বাস্থ্যও৷ অনেকটাই কমে যায় কার্ডিওভাসক্যুলার ডিজিজের আশঙ্কা৷

শরীরের জন্য প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম পাওয়া যায় পালংশাক থেকেই৷ ফলে দিনভর কাজের জন্য প্রাণশক্তির অভাব হয় না৷ ফোলেটের উৎস হওয়ায় পালংশাকের জন্য আমাদের শরীর দ্রুত খাবারকে রূপান্তরিত করতে পারে শক্তিতে৷

advertisement

আরও পড়ুন : চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে বাকি শাকসব্জির মতো পালংশাককেও বেশি মশলাপাতি দিয়ে রান্না করবেন না৷ একেবারে সিদ্ধ খেতে না পারলে হাল্কা মশলা দিয়ে রান্না করুন৷ একটু অন্যরকম স্বাদ চাইলে মাশরুম দিয়ে বেক করেও খেতে পারেন৷ এক কথায়, শীতে আপনার ডায়েট হোক পালংয়ের পরশমাখা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Spinach Health Benefits: শীতকালে পালংশাক খান, বছরভর একাধিক জটিল রোগ থেকে দূরে থাকুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল