উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার খাসবালান্দায় জলরাশির মাঝে গড়ে উঠল সবুজ অবায়বের বুক চিরে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান জলছবি রিসোর্ট। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। কেউবা বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে আসেন। চাইলে কয়েকদিনও কাটাতে পারেন। উদ্যানেই মিলবে অত্যাধুনিক মানের কটেজ যেখান থেকে জলরাশির ভিউ পাবেন।
advertisement
”আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। পাশাপাশি আছে বোটিং এর ব্যবস্থাও। শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত হাড়োয়ার খাসবালান্দার ঝাঁঝা এলাকায় গড়ে ওঠা এই মনমুগ্ধকর উদ্যান।
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নেমে ২০-২৫ মিনিটের মধ্যে পোঁছে যাবেন এই রিসোর্টে। পরিবারসহ সবান্ধবে এখানে ঘুরে আসতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই টাকি ঘোরার পাশাপাশি ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই উদ্যানটি সৌন্দর্য অন্য মাত্রা আনবে।
জুলফিকার মোল্যা