TRENDING:

বিবাহিতা নাকি সন্তানহীনা সিঙ্গল কর্মরতা-আজকের দিনে কোন মহিলা বেশি সুখী, জানুন সাম্প্রতিক সমীক্ষার ছবি

Last Updated:

Sologamy : সাম্প্রতিক সমীক্ষা ও ধারা বলছে বিবাহিতাদের তুলনায় সিঙ্গল মহিলারাই বেশি সুখী এবং একা থাকা নিঃসঙ্গতা নয় ৷ বরং অনেক আনন্দের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় সমাজে বিয়ে ও পরিবার ঘিরে প্রতিষ্ঠান বরাবরই সমাদৃত ৷ কিন্তু চিরকালীন সেই ধারণার উলটপুরাণও ধরা পড়ছে ৷ এবং পাল্টা হাওয়া আসছে মেয়েদের হাত ধরেই ৷ ছক ভেঙে তাঁরা থাকতে চাইছেন বিয়ের বাইরে ৷ শুধু বিয়ে নয়, প্রেমের কোনও ধরাবাঁধা সম্পর্কেও পা রাখতে তাঁরা নারাজ ৷ বরং বেছে নিচ্ছেন সম্পূর্ণ একা থাকার জীবন ৷ খাতায়কলমে একে বলা হয় ‘সোলোগ্যামি’৷ অর্থাৎ নিজের সঙ্গেই জীবন কাটানো ৷ বিদেশে এই ধারণা গত দু’ দশক ধরেই জনপ্রিয় ৷ ভারতেও সম্প্রতি দুই তরুণী নিজেই নিজেদের বিয়ে করে চর্চায় এনেছেন সোলোগ্যামির আধুনিক ধারণা ৷
খাতায়কলমে একে বলা হয় ‘সোলোগ্যামি’৷ অর্থাৎ নিজের সঙ্গেই জীবন কাটানো
খাতায়কলমে একে বলা হয় ‘সোলোগ্যামি’৷ অর্থাৎ নিজের সঙ্গেই জীবন কাটানো
advertisement

সমাজবিজ্ঞানী তথা বিশেষজ্ঞদের মত, আর্থিক স্বাধীনতাই মেয়েদের কাছে পৌঁছে দিচ্ছে একা থাকার বার্তা ৷ এবং সাম্প্রতিক সমীক্ষা ও ধারা বলছে বিবাহিতাদের তুলনায় সিঙ্গল মহিলারাই বেশি সুখী এবং একা থাকা নিঃসঙ্গতা নয় ৷ বরং অনেক আনন্দের ৷ একই কথা বলছেন লন্ডন স্কুল অব ইকনমিক্সের বিহেভিরাল সায়েন্সের অধ্যাপক পল ডোলান ৷ তাঁর কথায়, আধুনিক সমাজে সন্তানহীনা সিঙ্গল মহিলারাই সবথেকে সুখী মনে করেন নিজেদের ৷ ডোলানের কথায়, ‘‘বিয়ে নামক প্রতিষ্ঠান থেকে বেশি সুবিধে পেয়ে উপকৃত হন পুরুষরাই ৷ সিঙ্গল পুরুষের তুলনায় বিবাহিত পুরুষদের জীবন অনেক বেশি গোছানো ৷ ’’ কিন্তু এই সূত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷ মনে করেন অধ্যাপক ডোলান ৷

advertisement

ডোলানের দাবি, আজকের মেয়েদের ক্ষেত্রে ছবিটা ঠিক বিপরীত ৷ অনেক সময়েই কর্মরতা আধুনিকারা বিয়ের পর অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন ৷ জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন না তাঁরা ৷ শহুরে সমাজে সমীক্ষায় দেখা যাচ্ছে মধ্যবয়সে পৌঁছে সিঙ্গল মহিলাদের তুলনায় বিবাহিতারা অনেক বেশি শারীরিক ও মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়ছেন ৷

আরও পড়ুন : রেলগাড়ি যেন আস্ত রাজপ্রাসাদ! রাজকীয় সুখ ও বিলাসের ঠিকানা দেশের সবথেকে দামি ট্রেন

advertisement

গবেষণা ও লিঙ্গভিত্তিক মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মহিলারা পুরুষদের তুলনায় অনেক ভাল আবেগপ্রবণতাকে সামলাতে পারেন ৷ কিন্তু বিয়ের পর বিশেষ করে কর্মরতাদের উপর চাপ অনেক বেড়ে যায় ৷ মানসিক ও কাজের চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েন তাঁরা ৷ পুরুষরা অনেক বেশি স্ত্রীর উপর নির্ভর করেন, ফলে মহিলাদের উপর চাপ অনেক বেড়ে যায় ৷ একদিকে পুরুষ যখন চাপমুক্ত হয়ে পড়েন, মেয়েদের ক্ষেত্রে ছবিটা হয় ঠিক উল্টো৷

advertisement

আরও পড়ুন :  চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিক! পাতলা চুলও ঘন হয়ে যাবে, শুধু এ ভাবে ব্যবহার করুন এই উপাদান

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

সাম্প্রতিক ছবি বলছে সিঙ্গল পুরুষদের তুলনায় সিঙ্গল মহিলারা জীবন অনেক ভাল করে উপভোগ করতে পারেন ৷ তাই বিবাহিত জীবন নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়ছেন তাঁরা ৷ একটা প্রশ্নকেই সবথেকে বেশি গুরুত্ব দেন আজকের মেয়েরা-‘আমাকে কতটা আপস করতে হবে?’ এর উত্তরের উপরই নির্ভর করে তাঁদের জীবনযাপনের সিদ্ধান্ত ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিবাহিতা নাকি সন্তানহীনা সিঙ্গল কর্মরতা-আজকের দিনে কোন মহিলা বেশি সুখী, জানুন সাম্প্রতিক সমীক্ষার ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল