রেলগাড়ি যেন আস্ত রাজপ্রাসাদ! রাজকীয় সুখ ও বিলাসের ঠিকানা দেশের সবথেকে দামি ট্রেন

Last Updated:

Maharajas' Express : অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চারটি রুটে মোট ১২ টি গন্তব্যে পর্যটকদের পৌঁছে দেয় মহারাজা এক্সপ্রেস

অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চারটি রুটে মোট ১২ টি গন্তব্যে পর্যটকদের পৌঁছে দেয় মহারাজা এক্সপ্রেস
অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চারটি রুটে মোট ১২ টি গন্তব্যে পর্যটকদের পৌঁছে দেয় মহারাজা এক্সপ্রেস
নামেও ‘মহারাজা’, এই ট্রেন কাজেও ‘মহারাজা’৷ বিলাসবহুল ব্যবস্থাপনা-সহ এই রেলগাড়ি যেন আস্ত এক রাজপ্রাসাদ ৷ রাজকীয় সব সুখের সন্ধান দিয়ে পর্যটকদের তাজমহল, খাজুরাহো মন্দির, রণথোম্বর অরণ্য থেকে বারাণসীর ঘাটেও পৌঁছে দেয় ‘মহারাজাস এক্সপ্রেস’৷ ভারতের মহার্ঘ্যতম এই ট্রেন ‘মহারাজা এক্সপ্রেস’ চলাচল করে বছরের কয়েক মাস ৷ অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চারটি রুটে মোট ১২ টি গন্তব্যে পর্যটকদের পৌঁছে দেয় মহারাজাস এক্সপ্রেস ৷
রাজকীয় এই রেলগাড়ির ২৩ টি কামরায় ৮৪ জন অতিথির শয়ন ব্যবস্থা থাকে ৷ সঙ্গে থাকে ১৪ টি আলাদা কেবিন ৷ এই কেবিনেরও শ্রেণিবিভাগ আছে ৷ ২০ টি ডিলাক্স, ১৮ টি জুনিয়র স্যুইট, ৪ টি স্যুইট এবং একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট আছে ৷ সুসজ্জিত কেবিনগুলির মধ্যে সবথেকে সুন্দর হল প্রেসিডেন্সিয়াল স্যুইট ৷ বিলাসী ব্যবস্থায় এখানে আছে আলাদা ডাইনিং রুম, একটা মাস্টার বেডরুম, জোড়া বেডরুম৷ প্রত্যেকটির সঙ্গে আছে স্নানঘর-সহ শৌচালয় ৷
advertisement
advertisement
advertisement
মহারাজাস এক্সপ্রেসে যাত্রীদের জন্য আছে সুস্বাদু মহার্ঘ্য খাবার ৷ এছাড়াও আছে দু’টি ডাইনিং কার ৷ ‘রংমহল’ সজ্জিত অত্যাধুনিক সাজে ৷ ‘ময়ূরমহল’ ডাইনিং কারের থিম হল ময়ূর ৷ সঙ্গে থাকে ‘রাজাহ ক্লাব’৷ সেখানে থাকে বার ও সাফারি লাউঞ্জ ৷ বার পরিপূর্ণ একাধিক ভাষার বইয়ে ৷ এছাড়া এই রাজকীয় যাত্রায় যাত্রীদের জন্য হাজির স্যুভেনির বুটিক-ও৷
advertisement
advertisement
শুধু এই ট্রেনের জন্যই বন্দোবস্ত থাকে আস্ত একটি জল পরিশোধনে প্ল্যান্টের৷ পাশাপাশি থাকে স্টোরেজ কার এবং জেনারেটর ব্যবস্থাও৷ বিভিন্ন প্যাকেজের ট্যুরের জন্য এই ট্রেনে সওয়ার হওয়া যায় ৷ জানা গিয়েছে ৪ দিন ৩ রাত এই ট্রেনে কাটানোর ন্যূনতম যাত্রীপিছু খরচ ৩ হাজার ৪৯০ ডলার থেকে শুরু করে ২৩ হাজার ৭০০ ডলার পর্যন্ত হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রেলগাড়ি যেন আস্ত রাজপ্রাসাদ! রাজকীয় সুখ ও বিলাসের ঠিকানা দেশের সবথেকে দামি ট্রেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement