চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিক! পাতলা চুলও ঘন হয়ে যাবে, শুধু এ ভাবে ব্যবহার করুন এই উপাদান

Last Updated:

Hair Care : কীভাবে অ্যালোভেরা ব্যবহার করতে হয় তার হদিশ দেওয়া হল এখানে।

চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিকের মতো কাজ করে
চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিকের মতো কাজ করে
সুন্দর চুলের সংজ্ঞা কী? মা-ঠাকুমারা বলতেন, ঘন আর লম্বা চুলই সুন্দর চুল। বর্তমান যুগে চুলে দুটো জিনিস একসঙ্গে দেখতে পাওয়া প্রায় বিরল। চুল পড়া, ডগা ভেঙে যাওয়ার মতো সমস্যা ঘরে ঘরে। তাহলে এর জন্য কী করতে হবে? অনেকে দামি শ্যাম্পু, নানা পণ্য ব্যবহার করেও হালে পানি পান না। এই পরিস্থিতিতে ব্যবহার করতে হয় ঘরোয়া টোটকা।
ত্বক থেকে চুল, সবেতেই দারুণ উপকারী অ্যালোভেরা। চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিকের মতো কাজ করে এটা। বেশিরভাগ মহিলারা তাই চুলের যত্নে অ্যালোভেরার উপরেই ভরসা রাখেন। তবে এজন্য বাজার থেকে অ্যালোভেরাযুক্ত পণ্য কেনার প্রয়োজন নেই। ঘরোয়া কয়েকটি উপাদানের সঙ্গেই অ্যালোভেরা ব্যবহার করে ঘন এবং লম্বা চুল পাওয়া সম্ভব। এ জন্য কীভাবে অ্যালোভেরা ব্যবহার করতে হয় তার হদিশ দেওয়া হল এখানে।
advertisement
অ্যালোভেরার মাস্ক: এই মাস্ক তৈরি করতে লাগবে ১ চামচ মেথি বীজ এবং ২ চা চামচ অ্যালোভেরা জেল। এক কাপ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখার পর সকালে মিক্সারে পিষে নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে ২ চামচ অ্যালোভেরার জেল। বাজারে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। চাইলে তৈরি করে নেওয়া যায় বাড়িতেও। দুটো জিনিস ভাল করে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শ্বশুরবাড়ির মন জয় করা পুত্রবধূর পক্ষে অসম্ভব নয়, শুধু মনে রাখুন এই টিপসগুলি
এবার ব্রাশের সাহায্যে চুলে এবং মাথার ত্বকে লাগাতে হবে এই মাস্ক। লাগানোর পর চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে চুল। সঙ্গে অবশ্যই শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে দিতে হবে। শুকোনোর জন্য ১ ঘণ্টা অপেক্ষা করার পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে এই হেয়ার মাস্ক। এক মাসের মধ্যে হাতে-নাতে ফল মিলবে।
advertisement
আমলা ও অ্যালোভেরার কামাল: আমলা বা আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা চুল পড়া রোধ করে এবং চুলের গঠনও উন্নত করে। আমলা এবং অ্যালোভেরার মিশ্রণ ঘন চুলের জন্য উপযুক্ত। এক চা চামচ আমলার কাত্থ এবং এক চা চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে এই মাস্ক তৈরি করতে হবে। ব্রাশ দিয়ে লাগালে ভাল, না হলে হাত দিয়েও চুলে এই পেস্ট লাগানো যায়। তবে লাগানোর পর শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে ফেলতে হবে মাথা। চুলে বসার জন্য আধ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৩ থেকে ৪ বার এই পেস্ট ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন :  অন্তঃসত্ত্বা অবস্থায় কি যৌন সঙ্গম নিরাপদ? জানুন চিকিৎসকের মত
পাতলা চুলের সমস্যায় অ্যালোভেরা দারুণ কার্যকরী। শুষ্ক চুলের সমস্যাও কমে যায়। অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকলেও অ্যালোভেরা ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে অনেকের অ্যালার্জি ও ত্বকে সংক্রমণও হয় ৷ তাই প্রয়োগের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিক! পাতলা চুলও ঘন হয়ে যাবে, শুধু এ ভাবে ব্যবহার করুন এই উপাদান
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement