আরও পড়ুন : শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই
বহু ভাবে চন্দন আমাদের ত্বক ভাল রাখে-
# সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবে আমাদের ত্বক ট্যানড হয়ে যায়৷ আমাদের ত্বক থেকে ট্যানের প্রলেপ দূর করে চন্দনের স্পর্শ৷ রোদে ঝলসে যাওয়া ত্বক ভাল রাখে, ত্বকে শীতল প্রলেপ দেয় চন্দন৷
advertisement
# চন্দনে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ৷ যদি ত্বকে জ্বলনের মতো অনুভূতি হয়, ব্যবহার করুন চন্দনের এসেনশিয়াল অয়েল৷
আরও পড়ুন : মাশরুম খান না? বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে
# চন্দনের অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ৷ পোকামাকড়ের দংশনে বা অন্য কোনও ছোটখাটো ত্বক সংক্রমণে ব্যবহার করুন চন্দন৷
# ত্বকের নরম তন্তুকে রক্ষা করে চন্দনের আস্তরন৷ আবার, স্কিনপোরস শক্ত করে৷ ফেসিয়াল প্যাক এবং টোনারের অন্যতম উপাদান হল চন্দন৷
আরও পড়ুন : অতিমারির নতুন আতঙ্ক ওমিক্রনের মোকাবিলায় কী কী করবেন
# ব্রণ ও অ্যাকনেমুক্ত ত্বকের জন্য চন্দন নিয়মিত ব্যবহার করুন৷ কারণ চন্দনে আছে অ্যান্টিসেপ্টিক গুণ৷
# দুধের সঙ্গে চন্দনগুঁড়ো মিশিয়ে মুখে মাখলে ব্রণ ও অ্যাকনের ক্ষত ধীরে ধীরে মিলিয়ে যায়৷