TRENDING:

Touch of Sandalwood: ত্বকের যে কোনও সমস্যা সেরে যায় চন্দনের স্পর্শে

Last Updated:

চন্দনগুঁড়ো এবং চন্দনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন যেকোনও একটা, অথবা দুই-ই (benefits of sandalwood)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যস্ত জীবনের চাপ এবং পরিবেশ দূষণের ফলে ইদানীং আমাদের ত্বকের সমস্যা (skin problem) যেন অন্তহীন৷ ব্রেক আউট, ব্রণ, ডার্ক স্পট, ডার্ক সার্কল-সহ একাধিক সমস্যা প্রতিদিন ত্বকের উপর ফেলতে থাকে বয়সের প্রলেপ৷ এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে চন্দনের মতো খাঁটি প্রাকৃতিক উপাদান (natural cosmetics)৷ বাড়িতে চন্দনকাঠ থাকলে তো খুবই ভাল৷ নির্ভেজাল চন্দনের প্রলেপ আপনি পাবেন৷ এছাড়া রেডিমেড কিনতে পারেন অফলাইন বা অনলাইন দোকান থেকেও৷ চন্দনগুঁড়ো এবং চন্দনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন যেকোনও একটা, অথবা দুই-ই (benefits of sandalwood)৷
advertisement

আরও পড়ুন : শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই

বহু ভাবে চন্দন আমাদের ত্বক ভাল রাখে-

# সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবে আমাদের ত্বক ট্যানড হয়ে যায়৷ আমাদের ত্বক থেকে ট্যানের প্রলেপ দূর করে চন্দনের স্পর্শ৷ রোদে ঝলসে যাওয়া ত্বক ভাল রাখে, ত্বকে শীতল প্রলেপ দেয় চন্দন৷

advertisement

# চন্দনে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ৷ যদি ত্বকে জ্বলনের মতো অনুভূতি হয়, ব্যবহার করুন চন্দনের এসেনশিয়াল অয়েল৷

আরও পড়ুন : মাশরুম খান না? বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে

# চন্দনের অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ৷ পোকামাকড়ের দংশনে বা অন্য কোনও ছোটখাটো ত্বক সংক্রমণে ব্যবহার করুন চন্দন৷

# ত্বকের নরম তন্তুকে রক্ষা করে চন্দনের আস্তরন৷ আবার, স্কিনপোরস শক্ত করে৷ ফেসিয়াল প্যাক এবং টোনারের অন্যতম উপাদান হল চন্দন৷

advertisement

আরও পড়ুন : অতিমারির নতুন আতঙ্ক ওমিক্রনের মোকাবিলায় কী কী করবেন

# ব্রণ ও অ্যাকনেমুক্ত ত্বকের জন্য চন্দন নিয়মিত ব্যবহার করুন৷ কারণ চন্দনে আছে অ্যান্টিসেপ্টিক গুণ৷

# দুধের সঙ্গে চন্দনগুঁড়ো মিশিয়ে মুখে মাখলে ব্রণ ও অ্যাকনের ক্ষত ধীরে ধীরে মিলিয়ে যায়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Touch of Sandalwood: ত্বকের যে কোনও সমস্যা সেরে যায় চন্দনের স্পর্শে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল