Omicron Variant: Tips to boost your immune system : অতিমারির নতুন আতঙ্ক ওমিক্রনের মোকাবিলায় কী কী করবেন

Last Updated:

Omicron Variant: Tips to boost your immune system : প্রথমেই মনে রাখতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা রাতারাতি বাড়ে না৷ এটা জীবনভরের প্রক্রিয়া

প্রায় দু’ বছর ধরে অতিমারির সঙ্গে যুদ্ধ করতে করতে রণক্লান্ত সারা পৃথিবী৷ করোনা ভাইরাসের (CoronaVirus) প্রভাব স্তিমিত হয়েছে বলে সকলে আশার আলো দেখতে শুরু করেছিলেন৷ সে সময়েই হানা দিয়েছে করোনার নতুন অবতার ‘ওমিক্রন’ ভ্যারিয়্যান্ট (Omicron Variant)৷ অর্থাৎ বোঝাই যাচ্ছে আবার অতিমারির বিরুদ্ধে নামতে হবে কোমর বেঁধে৷ এই পরিস্থিতিতে কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power)বা অনাক্রম্যতা বাড়াব? তার জন্য প্রথমেই মনে রাখতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা রাতারাতি বাড়ে না৷ এটা জীবনভরের প্রক্রিয়া৷
রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনও অসুখ আটকানোরই চাবিকাঠি৷ অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার যেমন ব্রকোলি, স্ট্রবেরি, ব্লুবেরি, পালংশাক, আখরোট, গ্রিন টি রাখতে হবে ডায়েটে৷ এর ফলে ইনফ্লেম্যাশন প্রতিরোধ করা যাবে৷ পাশাপাশি, ডায়েটে রাখুন অশ্বগন্ধা এবং তুলসি৷
advertisement
advertisement
জলপান-
রোগ প্রতিরোধ ক্ষমতা-সহ শরীরের সার্বিক সুস্থতার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ জলপান গুরুত্বপূর্ণ৷ তাই সারা দিনে জলপান কমাবেন না৷
স্ট্রেস বা মানসিক উদ্বেগ একসঙ্গে বহু শারীরিক সমস্যাকে ডেকে আনে৷ আজকের ব্যস্ত জীবনযাত্রায় স্ট্রেস এড়িয়ে চলার উপায় নেই৷ তাই জানতে হবে কী করে স্ট্রেস বা উদ্বেগ মোকাবিলা করা যায়৷ প্রতিদিন নিয়মিত প্রাণায়াম ও অন্যান্য মেডিটেশন স্ট্রেসমুক্তির ক্ষেত্রে গুরুত্বপূ্র্ণ৷ স্ট্রেসের মাত্রা বাড়লে শরীরের স্বাভাবিক ডিফেন্স মেক্যানিজম বিঘ্নিত হয়৷
advertisement
নিয়মিত শরীরচর্চা-
সুস্থ থাকার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করার জন্য নিয়মিত শরীরচর্চা খুব প্রয়োজনীয়৷ শরীরচর্চা করলে ভাল থাকে মনও৷
নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা ডাক্তারি চেকআপ করা খুবই দরকার৷ এর ফলে ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ সঠিক অনুপাতে আছে কিনা, সে সম্বন্ধেও ধারণা পাওয়া যায়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Omicron Variant: Tips to boost your immune system : অতিমারির নতুন আতঙ্ক ওমিক্রনের মোকাবিলায় কী কী করবেন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement