TRENDING:

Salt in beauty care : শুধু রান্না নয়, নুনে লুকিয়ে রূপচর্চার রহস্যও

Last Updated:

Salt in beauty care : আপনার রূপ রুটিনে যোগ করুন সি-সল্ট (sea salt) এবং টেবল সল্ট (table salt) বা খাওয়ার নুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রান্নাঘরের অন্যতম উপাদান নুন (salt for skincare) আমাদের রূপচর্চারও গুরুত্বপূ্র্ণ উপাদান৷ প্রাকৃতিক উপাদান হিসেবে যে নুন (natural salt) পাওয়া যায় তা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামে সমৃদ্ধ৷ আপনার রূপ রুটিনে যোগ করুন সি-সল্ট (sea salt) এবং টেবল সল্ট (table salt) বা খাওয়ার নুন৷ বড় দোকানে বা অনলাইনে আপনি সামুদ্রিক লবণ আপনি পেতেই পারেন৷ এই উপাদানের পোশাকি নাম, ‘সি সল্ট’৷ দেখে নিন, কোন কোন উপায়ে এই উপাদান আমাদের ঝকঝকে তকতকে করে তোলে৷
advertisement

সি-সল্ট এবং মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে৷ ফলে আমাদের ত্বকের পক্ষে এই দুই উপাদানই সংবেদনশীল৷ ত্বকের বিভিন্ন স্তরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই দু’টি উপাদান৷ দু’ চামচ সি সল্ট মিশিয়ে নিন চার চামচ মধুর সঙ্গে৷ তার পর এই মিশ্রণ লাগান মুখের সব অংশে, শুধু বাদ দিন চোখের চারপাশের অংশ৷ ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে৷ তার আগে আঙুলের স্পর্শে বৃত্তাকার উপায়ে মাসাজ করুন৷ তাহলে এক্সফোলিয়েশন হবে৷ ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন৷ এটা ত্বকচর্চার নিয়মিত রুটিন করতেই পারেন৷

advertisement

আরও পড়ুন : শীতে ব্রকোলি খান না? অবহেলায় বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে

মৃত কোষ ঝরিয়ে ফেলতে নুন খুবই কার্যকর৷ কোয়ার্টার কাপ সি সল্টের সঙ্গে মেশান অর্ধেক কাপ অলিভ অয়েল বা নারকেল তেল৷ ইচ্ছে হলে মিশ্রণে দিতে পারেন কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল৷ এ মিশ্রণ দিয়ে স্ক্রাব করলে ত্বক আরও বেশি ঝকঝকে ও মসৃণ হয়ে উঠবে৷

advertisement

ধুলো, ময়লা এবং টক্সিনজাতীয় সব জিনিস দূর করে ত্বকের ছিদ্র বা স্কিন পোরস খুলে দেয় সি সল্ট৷ নুনের খনিজ ত্বকে হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে৷

আরও পড়ুন : উপকারিতায় ভরপুর ঠেকুয়া সমাধান করে অনেক শারীরিক সমস্যার

নুনের প্রভাব স্ক্যাল্পের বাড়তি তেল শুষে নেয়৷ পাশাপাশি নুন স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে৷ তার ফলে ছত্রাকজাতীয় সংক্রমণ রোধ হয়৷ রেহাই পাওয়া যায় খুসকির সমস্যা থেকেও৷

advertisement

দাঁতের হলদেটে ভাব তুলে ফেলার জন্য নুন এবং বেকিং সোডা খুব কার্যকরী৷ নুন হল ফ্লুয়োরাইডের প্রাকৃতিক উৎস৷ তাছাড়া দাঁত এবং মাড়ির ক্ষেত্রেও নুন খুব উপকারী৷ এক চামচ নুন এবং দু’ চামচ বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে৷ ভিজে টুথব্রাশ ওই মিশ্রণে লাগিয়ে দাঁতের উপর বুলিয়ে নিন৷ আগের তুলনায় নজরকাড়া পরিবর্তন আসবে দাঁতের চেহারায়৷

advertisement

আরও পড়ুন : ডেঙ্গু যন্ত্রণা থেকে বাতের ব্যথা উপশম, শিউলি অব্যর্থ শারীরিক নানা সমস্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাফ চামচ নুন, হাফ চামচ বেকিং সোডা এবং কোয়ার্টার কাপ জলে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন৷ এই মিশ্রণ দিয়ে কুলকুচি করুন৷ জীবাণুনাশক হিসেবে এই মাউথওয়াশ খুবই উপকারী৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Salt in beauty care : শুধু রান্না নয়, নুনে লুকিয়ে রূপচর্চার রহস্যও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল