Benefits of Shiuli in Dengue : ডেঙ্গু যন্ত্রণা থেকে বাতের ব্যথা উপশম, শিউলি অব্যর্থ শারীরিক নানা সমস্যায়

Last Updated:

Benefits of Shiuli in Dengue : ফুল ছাড়াও শিউলিগাছের পাতা, বীজ এবং ছাল নানাভাবে ব্যবহৃত হয় আয়ুর্বেদ শাস্ত্রে (role of shiuli in Ayurveda) ৷ এই গাছের অ্যান্টি অক্সিড্যা্ন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী অশেষ৷

শরৎকালীন সৌ্ন্দর্যের অনুষঙ্গ শিউলির স্বাস্থ্যসম্মত গুণাগুণও প্রচুর (benefits of shiuli)৷ ফুল ছাড়াও শিউলিগাছের পাতা, বীজ এবং ছাল নানাভাবে ব্যবহৃত হয় আয়ুর্বেদ শাস্ত্রে (role of shiuli in Ayurveda) ৷ এই গাছের অ্যান্টি অক্সিড্যা্ন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী অশেষ৷
ডেঙ্গু হলে সারা শরীরে অসহ্য যন্ত্রণা হয় অনেকেরই (shiuli to cure dengue) ৷ এই সমস্যা দূর করে শিউলিপাতার ক্বাত্থ৷ ৫ গ্রাম করে শিউলিপাতা, শিউলিফুল এবং গাছের ছাল নিয়ে ২০০ গ্রাম জলে ফুটিয়ে নিন৷ জল কমে এসে আগের পরিমাণের এক চতুর্থাংশ হলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন৷ গরম গরম এই পানীয় পান করলে গাঁটের ব্যথা থেকে মুক্তি মেলে৷
advertisement
আরও পড়ুন : সুস্থ থাকতে হেমন্ত-শীত জুড়ে ডায়েটে প্রয়োজন ধনেপাতা
শিউলিগাছের কয়েকটা পাতা নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে নিন৷ সর্দিকাশি থেকে মুক্তি দেয় এই মিশ্রণ৷ ফুল এবং পাতাকে একসঙ্গে ফুটিয়ে নিয়ে তৈরি করতে পারেন ক্বাত্থও৷ তার সঙ্গে দিয়ে দিন কয়েকটা তুলসিপাতা৷ সর্দিকাশি ও শ্লেষ্মা থেকে মুক্তি পেতে এই মিশ্রণ খুবই উপকারী৷
advertisement
advertisement
আরও পড়ুন : সহজে তারুণ্য ধরে রাখতে শীতে ত্বকের যত্নে চাই ক্যাস্টর অয়েল
জ্বরে শরীরে তাপমাত্রা বেড়ে গেলে পান করতে হবে শিউলিগাছের ছাল বা বাকল সিদ্ধ করা জল৷ মিশ্রণে দিতে পারেন তুলসিপাতাও৷ আয়ুর্বেদশাস্ত্র মতে, জ্বর থেকে উপশম দেবে এই মিশ্রণ৷ ডেঙ্গু ও ম্যালেরিয়ার জ্বরে এই পানীয় পান করার জন্য পরামর্শ দেন আয়ুর্বেদ চিকিৎসকরা৷
advertisement
আরও পড়ুন : ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন সংসারের একাধিক প্রয়োজনে
শিউলিফুলের সুবাসিত তেল মুক্তি দেয় উদ্বেগের মানসিক যন্ত্রণা থেকে৷ মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে মন ভাল রাখতে সাহায্য করে এই সুবাসিত তেল৷
শিউলিগাছের তিন চারটে পাতা জলে ফুটিয়ে নিন৷ তার পর সেই জল ছেঁকে খালিপেটে দিনে দু’বার পান করতে হবে৷ সাইটিকার ব্যথা থেকে মুক্তি দেয় এই মিশ্রণ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Shiuli in Dengue : ডেঙ্গু যন্ত্রণা থেকে বাতের ব্যথা উপশম, শিউলি অব্যর্থ শারীরিক নানা সমস্যায়
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement