ভূমিকে রক্ষা করার বার্তা ছড়িয়ে দিতে এ বার ২৪ টি দেশ জুড়ে ৩০ হাজার কিলোমিটার মোটরসাইকেলে পাড়ি দেবেন সদগুরু। তাঁর এই যাত্রা শুরু হয়েছিল লন্ডনে। সমাপ্ত হবে দক্ষিণ ভারতের কাবেরী উপত্যকায়। সদগুরুর কাবেরী কলিং প্রকল্প এখনও অবধি ১ লক্ষ ২৫ হাজার কৃষকের কাছে বার্তা পৌঁছ দিয়েছেন। তাঁরা ৬২ মিলিয়ন গাছের চারা পুঁতেছেন। যাতে কাবেরী নদীর জলসঙ্কট সমস্যার সুরাহা করা যায়।
advertisement
আরও পড়ুন : পরের জন্মে অভিষেক হয়ে তাঁকে স্ত্রী রূপে পেতে চান, স্মৃতিচারণে নস্টালজিক সংযুক্তা
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপুঞ্জের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন বা UNCCD। সেভ সয়েল আন্দোলনের অন্যতম সঙ্গী হল ইউএনসিসিডি। ঈশা ফাউন্ডেশনের সঙ্গে বি্স্তৃত অঞ্চলে ইউএনসিসিডি কাজ করে চলেছে।
advertisement
Location :
First Published :
April 06, 2022 1:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sadhguru Journey: মৃত্তিকা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ইউরোপে ৩০ হাজার কিমি দূরত্ব মোটরবাইকে পাড়ি দেবেন সদগুরু