আরও পড়ুন : ক্যানসার, গেঁটে বাত থেকে বাঁচতে চান? বসন্তে চুটিয়ে খান সজনেশাক ও সজনেফুল
কেন মহিলাদের জন্য সাবুদানা সুপারফুড? এক এক করে সে সব কারণ বলেছেন রুজুতা-
খিদে তৈরি করে
সাবুদানা স্বাদকোরকগুলিকে উদ্দীপ্ত করে তোলে৷ ফলে অখিদে দূর করে খিদে বৃদ্ধি করে৷ বিশেষ করে জ্বর বা অন্যান্যা অসুখে সাবুদানা খেতে দেওয়া হয়৷ যাতে স্বাস্থ্যের দিকে ভাল হয়৷ আবার মুখে রুচিও ফিরে আসে৷
advertisement
মেনোপজ এবং এন্ডোমেট্রিওসিসে উপশম
মেনোপজ এবং এন্ডোমেট্রিসিসের মতো সমস্যায় বেশি রক্তপাত হলে সাবুদানা সেই সমস্যা নিয়ন্ত্রণ করে৷
আরও পড়ুন : আগের রাতে চানা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছেন? চিন্তা নেই, এই উপায় মানলে না ভেজানো চানাও সুসিদ্ধ হবে
শরীরের উর্বরতা বৃদ্ধি
সন্তানধারণের পরিকল্পনা থাকলে ডায়েটে সাবদানা রাখুন৷ ফার্টিলিটি বাড়িয়ে সন্তানধারণে সাহায্য করে৷ অনেকেই ডিম্বাণু ভবিষ্যতের জন্য হিমায়িত করে রাখতে চান৷ তাঁদের জন্যেই সাবুদানা কার্যকরী৷
মেনোপজে আরাম
মেনোপজাল সময়ে পৌঁছলে অনেক মহিলারই ঋতুস্রাবের নির্দিষ্ট সময় এলে তীব্র মাথা ধরে বা চূড়ান্ত ক্লান্তি দেখা দেয়৷ সাবুদানা খেলে সেই সমস্যা দূর হয়৷
আরও পড়ুন : সাদা না খয়েরি, কোন ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী?
রক্তবিন্দু বা স্পটিং
অনেকেরই ওভ্যুলেশনের সময় অন্তর্বাসে রক্তের বিন্দু বা ব্লাড স্পটিং দেখা দেয়৷ এই সমস্যা এড়াতেও ভরসা সেই সাবুদানাই৷
ঋতুস্রাবের আগে ও পরে
ঋতুস্রাবের আগে বিভিন্ন উপসর্গ দেখা দেয়৷ যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় প্রি মেনস্ট্রয়াল সিনড্রোম বা পিএমএস৷ এই উপসর্গ কমাতে নিয়মিত খান সাবুদানা৷ ঋতস্রাবের সময় যদি অখিদে বা অরুচি হয়, তাহলেও মুখের স্বাদ ফেরাতে সাবুদানা খেতে পারেন৷