TRENDING:

Golden rules to eat pulse and lentils : ডাল খাওয়ার সময় এই নিয়মগুলি না মানলেই সর্বনাশ! এখনই জানুন

Last Updated:

পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর (Rujuta Diwekar) এ বিষয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে৷ জনিয়েছেন ডাল খাওয়ার সোনালি উপায়৷(golden rules to eat pulse and lentils)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেশের যে অংশের খাবারই হোক না কেন, ডালের গুরুত্ব অনস্বীকার্য৷ ভাতের সঙ্গী তো বটেই৷ বড়া, পকোড়া, সম্বর-ডাল খাওয়ার বিভিন্ন উপায় আমাদের করায়ত্ত৷ কিন্তু ডাল খেলেই হল না৷ এর পুষ্টিগুণ সম্পূর্ণ মাত্রায় পেতে ঠিক উপায়ে ডাল ভিজিয়ে রাখতে হবে৷ সম্প্রতি পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর (Rujuta Diwekar) এ বিষয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে৷ জনিয়েছেন ডাল খাওয়ার সোনালি উপায়৷(golden rules to eat pulse and lentils)
advertisement

রান্নার আগে ডাল ভিজিয়ে রাখতেই হবে৷ বলেছেন রুজুতা৷ কারণ, ডাল ভিজিয়ে রাখলে অ্যান্টি নিউট্রিয়েন্টস দূর হয়ে যায়৷ বৃদ্ধি পায় উপকারী উৎসেচকও৷

প্রোটিন, ভিটামিন ও মিনারেলের গুরুত্বপূর্ণ উৎস হল ডাল৷ কিন্তু ঠিকমতো ব্যবহার না করলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়া, বদহজমের মতো একাধিক সমস্যা দেখা দেয়৷ সমাধানের জন্য ডাল রান্নার আগে থেকে ভাল করে ভিজিয়ে রাখতে হবে৷

advertisement

আরও পড়ুন :  রান্নায় নুন বেশি হয়ে গিয়েছে? ঘাবড়াবেন না, রয়েছে সহজ উপায়

দ্বিতীয়ত  রুজুতা মনে করেন ডাল ও দানাশস্য সঠিক অনুপাতে মেশতে হবে৷ ডাল ও অন্য শস্য ১:৩ এবং ডাল ও মিলেট মেশাতে হবে ১:২ অনুপাতে৷ চাল ও ডালে ক্ষেত্রে এই অনুপাত ১:৩৷ ডালের সঙ্গে মিলেট, দানাশস্যের মিশ্রণ মেশাতে হলে অনুপাত হবে ১:২৷ এর কারণও জানিয়েছেন তিনি৷ বলেছেন, ডালে মেথিওনাইন কম থাকে৷ আবার দানাশস্যে কম থাকে লাইসিন৷ এই উপাদান আবার ডালে প্রচুর আছে৷ তাই ডালের সঙ্গে দানাশস্য ও মিলেট মিশিয়ে নিলে সর্বোত্তম উপকারিতা পাওয়া যায় বলে রুজুতার মত৷

advertisement

আরও পড়ুন : রান্নার সময় প্রায়ই কড়াইয়ের গায়ে লেগে গিয়ে পুড়ে যায়? রইল সমাধান

আরও পড়ুন : ফ্যাট মানেই খারাপ নয়, দৈনিক আহারে রাখুন উপকারী ফ্যাটজাতীয় এই খাবারগুলিকে

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তৃতীয়ত, রুজুতার কথায়, একজন পূর্ণবয়স্ক মানুষের সপ্তাহে অন্তত ৫ রকম ডাল ও দানাশস্য ৫ ভাবে খাওয়া উচিত৷ ডাল, পাপড়, আচার, ইডলি, ধোসা, লাড্ডু, হালুয়া-সহ নানাভাবে ডাল খাওয়ার কথা বলেছেন রুজুতা৷ তাহলে স্বাদের বৈচিত্রের পাশাপাশি সুস্থতাও নিশ্চিত হয় বলে মনে করেন রুজুতা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Golden rules to eat pulse and lentils : ডাল খাওয়ার সময় এই নিয়মগুলি না মানলেই সর্বনাশ! এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল