Tips to reduce taste of over salt in cooked food : রান্নায় নুন বেশি হয়ে গিয়েছে? ঘাবড়াবেন না, রয়েছে সহজ উপায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Tips to reduce taste of over salt in cooked food : অনেক সময় রান্নায় ভুলবশত বেশি নুন বা মশলা পড়ে যায়৷ খাওয়ার সময় সেই স্বাদ থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা আছে৷ যার সাহায্যে স্বাদরক্ষা হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু যদি স্যালাড বা পোলাওয়ের মতো শুকনো রান্না হয়? সেক্ষেত্রে তো ঝোলের স্বাদ থেকে নুন বা মশলা কমানো যাবে না৷ স্যালাডে মিশিয়ে নিন আরও কিছু ফল বা সব্জি৷ দিতে পারেন পালং শাক বা লেটুসও৷ পোলাও বা ফ্রায়েড রাইসের স্বাদ ঠিক করতে হলে আলাদা করে কিছুটা চাল নিয়ে আবার রান্না করুন, তবে তাতে নুন দেবেন না৷ তার পর আগের রান্নার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন৷ নুনের স্বাদ বেশি মারাত্মক না হলে পোলাও বা ফ্রায়েড রাইসে কিছু সব্জি যোগ করেও ম্যানেজ করতে পারেন৷