রান্না করার আগে পরে একগুচ্ছ ঝক্বি ঝামেলা থাকে, যা পোহাতে হয় গৃহিণীদের৷ সেরকমই এক ঝক্কি হল কিছু ভাজতে গিয়ে বা কষানোর সময় পাত্রের গায়ে রান্নার জিনিস লেগে যাওয়া৷ চলতি কথায় আমরা যাকে বলি ‘তলা ধরে যাওয়া’৷ কিছু সহজ উপায় মেনে চললে এই সমস্যা থেকে মু্ক্তি পাওয়া যায়৷(Tips to prevent food from sticking to the pan)
ননস্টিক পাত্রে রান্না করলে কাঠের হাতা-খুন্তিই ব্যবহার করুন৷ তাহলে পাত্রের গুণমান ভাল থাকবে৷ আবার খাবারও সহসা ভেঙে যাবে না৷ এবং ভারতীয় রান্নার অন্যতম দিক হল সমানে হাতা বা খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে৷ বিশেষ করে রান্না কষানোর সময় দেখতে হবে জল যাতে একদম শুকিয়ে না যায়৷ সেইসঙ্গে খুন্তি দিয়ে নেড়ে যাওয়ার কথা ভুললেও চলবে না৷