আরও পড়ুন : কীভাবে নিজেকে করোনামুক্ত রাখবেন? কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে আয়ুর্বেদিক টিপস
শুষ্ক ত্বকের জন্য গোলাপজল-
শুষ্ক ত্বকের জন্য গোলাপজল কার্যকরী ময়শ্চারাইজার৷ গোলাপজল মুখে স্প্রে করে আলতো হাতে মালিশ করুন৷ প্রতি রাতে মেনে চলুন এই রূপরুটিন৷ বিকল্প উপায়ে ময়শ্চারাইজারের সঙ্গেও গোলাপজল মিশিয়ে নিতে পারেন৷ এর ফলে সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় ময়শ্চারাইজার৷
advertisement
আরও পড়ুন : গরম চা বা কফিতে কেন চিনি খাবেন না, জেনে নিন
সেনসিটিভ ত্বকের জন্য গোলাপজল-
যাঁদের ত্বক সেনসিটিভ, তাঁদের জন্য গোলাপজলই সেরা টোনার৷ গ্লিসারিন ও লেবুরসের সঙ্গে গোলাপজল মিশিয়ে রাখুন৷ দিনের যে কোনও সময়ে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন ত্বকে৷ এতে আপনার ত্বক নরম ও উজ্জ্বল হবে৷ ত্বক থেকে দূর হবে বার্ধক্যের ছাপ৷
আরও পড়ুন : রাত জেগে কাজ বা ওয়েবসিরিজ দেখার মাঝে বেজায় খিদে পেয়ে যায়? এই খাবারগুলি মুখে দিন নিশ্চিন্তে
তৈলাক্ত ত্বকের জন্য-
অর্ধেক কাপ গোলাপজলের সঙ্গে মেশান এক চামচ অ্যাপল সিডার ভিনিগার৷ তুলোর বলের সাহায্যে এই মিশ্রণ লাগিয়ে নিন মুখে৷ কিছু ক্ষণের জন্য রেখে ধুয়ে ফেলুন৷ এর ফলে আপনার ত্বক নরম, উজ্জ্বল ও চিরনবীন থাকবে৷