TRENDING:

Rose water in winter : শুষ্ক, সেনসিটিভ বা তৈলাক্ত, সব ধরনের ত্বকে শীতের যত্নে দিন গোলাপজল

Last Updated:

শীতে ত্বককে প্রাণবন্ত করে তোলে গোলাপজল৷ শীতে কীভাবে সব ধরনের ত্বক ভাল রাখে গোলাপজল, জেনে নিন (rose water for all skin types in winter)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে আমাদের সকলের ত্বকই কমবেশি শুষ্ক হয়ে পড়ে৷ আমাদের এমন একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, যাতে স্কিনপোরস আটকে না যায়৷ আবার একইসঙ্গে ত্বক উজ্জ্বল ও নরম থাকে৷ একাধিক জিনিস আমরা ব্যবহার কতে পারি৷ তবে ত্বকের জন্য সেরা হল গোলাপজল৷ যে কোনও ধরনের ত্বকেই  গোলাপজল ব্যবহার করা যায়৷ শীতে ত্বককে প্রাণবন্ত করে তোলে গোলাপজল৷ শীতে কীভাবে সব ধরনের ত্বক ভাল রাখে গোলাপজল, জেনে নিন (rose water for all skin types in winter) ৷
advertisement

আরও পড়ুন : কীভাবে নিজেকে করোনামুক্ত রাখবেন? কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে আয়ুর্বেদিক টিপস

শুষ্ক ত্বকের জন্য গোলাপজল-

শুষ্ক ত্বকের জন্য গোলাপজল কার্যকরী ময়শ্চারাইজার৷ গোলাপজল মুখে স্প্রে করে আলতো হাতে মালিশ করুন৷ প্রতি রাতে মেনে চলুন এই রূপরুটিন৷ বিকল্প উপায়ে ময়শ্চারাইজারের সঙ্গেও গোলাপজল মিশিয়ে নিতে পারেন৷ এর ফলে সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় ময়শ্চারাইজার৷

advertisement

আরও পড়ুন : গরম চা বা কফিতে কেন চিনি খাবেন না, জেনে নিন

সেনসিটিভ ত্বকের জন্য গোলাপজল-

যাঁদের ত্বক সেনসিটিভ, তাঁদের জন্য গোলাপজলই সেরা টোনার৷ গ্লিসারিন ও লেবুরসের সঙ্গে গোলাপজল মিশিয়ে রাখুন৷ দিনের যে কোনও সময়ে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন ত্বকে৷ এতে আপনার ত্বক নরম ও উজ্জ্বল হবে৷ ত্বক থেকে দূর হবে বার্ধক্যের ছাপ৷

advertisement

আরও পড়ুন : রাত জেগে কাজ বা ওয়েবসিরিজ দেখার মাঝে বেজায় খিদে পেয়ে যায়? এই খাবারগুলি মুখে দিন নিশ্চিন্তে

তৈলাক্ত ত্বকের জন্য-

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অর্ধেক কাপ গোলাপজলের সঙ্গে মেশান এক চামচ অ্যাপল সিডার ভিনিগার৷ তুলোর বলের সাহায্যে এই মিশ্রণ লাগিয়ে নিন মুখে৷ কিছু ক্ষণের জন্য রেখে ধুয়ে ফেলুন৷ এর ফলে আপনার ত্বক নরম, উজ্জ্বল ও চিরনবীন থাকবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose water in winter : শুষ্ক, সেনসিটিভ বা তৈলাক্ত, সব ধরনের ত্বকে শীতের যত্নে দিন গোলাপজল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল