# রান্নাঘর মানেই শুধু বাসনপত্র? পুরনো সেই ধারণা বদলে সেখানে টাঙান পোস্টার৷ হতেই পারে সেই পোস্টার হয়তো খাবারদাবার বা রান্না সংক্রান্তই ৷ নিয়মিত পরিষ্কার করা শর্ত মনে রেখে টাঙাতে পারেন সু্ন্দর ছবি বা পারিবারিক ফোটোগ্রাফও৷
# রান্নাঘরের দেওয়ার রং করানোর সময় নেই? বরং সেখানে আসবাবপত্রের গায়েই একবার রঙের পরশ বুলিয়ে নিন৷ দেখবেন পুরনো লুক অনেকটাই উধাও হয়ে ঝলমল করছে আপনার রান্নাঘর৷
advertisement
আরও পড়ুন : ভাইফোঁটার ভোজে এ বার ভাইকে খাওয়ান ডিমের পাতুরি, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা
# রান্নাঘরের জানালায় রাখুন ফুলদানি৷ সেখানে সাজান মরসুমি ফুল৷ পাশেই রাখুন ছোট আকারের ইন্ডোরপ্ল্যান্ট৷ নিয়মিত চিমনি চালানো হলেও গাছের পাতা রোজ একবার করে পরিষ্কার করবেন৷
# বদলে ফেলুন বা সরিয়ে দিন পুরনো বাসনপত্রও৷ তার জায়গায় আনুন নতুন বাসনের সেট৷ দেখবেন লহমায় বদলে গিয়েছে রান্নাঘরের চেনা চেহারা ৷
# রান্নাঘরের দেওয়ালের টাইলস মুছে পরিষ্কার রাখুন৷ তেলের প্রলেপ থাকলে একদিকে যেমন চটচটে হয়ে থাকে, অন্যদিকে দেখতেও বিবর্ণ লাগে৷
আরও পড়ুন: সামান্য যত্নেই অন্দরসজ্জা পাল্টে দেয়, খুঁটিনাটি জেনে নিন এই চাঁদোয়া-গাছ নিয়ে
# একঘেয়ে টিউব বা এলইডি-র বদলে নতুনত্ব আনতে পারেন রান্নাঘরের আলোতেও৷ যদি ওপেন কিচেন লাগোয়া ডাইনিং হয় তাহলে ডাইনিং-এ টেবল-এর উপর ঝুলন্ত আলোর বন্দোবস্ত করতে পারেন৷
# পরিবর্তন বা সংযোজন করুন রান্নাঘরের অ্যাকসেসরিজেও৷ আগে না থাকলে আনুন বাহারি কোস্টার৷ রাখুন পেপার ন্যাপকিন হোল্ডার৷ কিচেন টাওয়েলগুলিও সাজিয়ে রাখতে পারেন আর একটি হোল্ডারে ৷
আরও পড়ুন: চুল ভাল রাখতে চান? প্লাস্টিকের নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি
# গ্যাসের আভেন লাগোয়া দেওয়ালের পাশাপাশি রান্নাঘরের মেঝেরও যত্ন নিন৷ কারণ তেলমশলার জেরে সেখানেও চটচটে প্রলেপ পড়ে যায়৷
# যদি খুব ছোট রান্নাঘর না হয়, ইচ্ছে হলে মেঝেতে পাততে পারেন বাহারি শতরঞ্চি বা দড়ি৷ রান্নাঘরের নিত্য যত্ন আত্তির ক্ষেত্রে আপনার কাজ বাড়বে ঠিকই৷ কিন্তু রূপসজ্জার নতুনত্বে প্রশ্নে তা হবে লা-জবাব৷