TRENDING:

HairFall: চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা

Last Updated:

কেন আমাদের চুল পড়ে যায়? কারণ স্বরূপ একগুচ্ছ সমস্যাকে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা (reasons behind hairfall problem)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন না, এমন মানুষ আজকের দিনে বিরল (hair fall problem)৷ চুলে চিরুনি দিলে তো বটেই! এমনি চুলে হাত দিলেও উঠে আসছে গুচ্ছ গুচ্ছ৷ ঘরের আনাচে কানাচে চুলের জটলা৷ এমন ছবি এখন ঘরে ঘরে৷ কিন্তু কেন আমাদের চুল পড়ে যায়? কারণ স্বরূপ একগুচ্ছ সমস্যাকে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা (reasons behind hairfall problem)৷
advertisement

জিনগত-

গবেষণায় দেখা গিয়েছে, এলএসএস জিন চুল পড়ে যাওয়ার জন্য দায়ী৷ এর ফলে হাইপোট্রিকোসিস কমপ্লেক্স নামে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়৷ ফলে অন্য সমস্যা না থাকলেও শুধু এই জিনগত সমস্যার জন্যও চুল পড়ে যায়৷ এই সমস্যার ফলে শৈশব থেকে চুল উঠতে শুরু করে৷ সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে মাথা জুড়ে ইন্দ্রলুপ্ত৷

advertisement

আরও পড়ুন : বিদায়ী বছরে ভারতীয় এই খাবারগুলির চাহিদা বিদেশে ছিল তুঙ্গে

উদ্বেগ ও ধূমপান-

দীর্ঘ দিন ধরে ধূমপানের ফলে হেয়ার ফলিকলসের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়৷ মানসিক উদ্বেগ বা স্ট্রেসও একইভাবে হেয়ার ফলিকলসের ক্ষতি করে৷ পরিস্থিতি এমনই হয়, নতুন চুলও জন্মাতে বাধা পায়৷

চরম ডায়েটিং-

advertisement

অতিমাত্রায় ডায়েটিং-এর ফলে চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে৷ খাবারে নিয়ন্ত্রণের ফলে ক্যালরি গ্রহণে খামতি থাকে৷ পরিণামস্বরূপ প্রচুর চুল পড়ে যায়৷

আরও পড়ুন : লাগাতার পার্টিতে বেলাগাম মদ্যপান করেছেন? ডায়েটে রাখুন এই সব্জি

অসুস্থতা বা অস্ত্রোপচার-

সদ্য অস্ত্রোপচারের পর্ব পেরিয়ে এলে চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ সেক্ষেত্রে শরীরে টেলোজেন এফ্লুভিয়াম পরিস্থিতি তৈরি হয়৷ এর ফলে হেয়ার ফলিকলসের সাধারণ জীবনচক্র ব্যাহত হয়৷

advertisement

আরও পড়ুন : নিরাময়-অযোগ্য এই চর্মরোগে আক্রান্ত ইয়ামি গৌতম, অসুখ সম্বন্ধে জানুন বিশদে

চুলের সাজসজ্জার প্রসাধনী-

চুলের কেতাদুরস্ত চেহারার জন্য নানারকম প্রসাধনী আমরা ব্যবহা করি৷ এতে সৌন্দর্য হয়তো বাড়ে৷ কিন্তু চুলের জন্য এগুলি খুবই ক্ষতিকর৷ কারণ এই প্রসাধনীগুলি ক্ষতিকর রাসায়নিকে তৈরি৷ এই রাসায়নিক আপনার চুলের গোড়াকে দুর্বল করে ফেলে ৷ শেষ অবধি চুল পড়েই যায়৷ চুলের স্টাইলিংয়ের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার ফলেও চুল খুবই ভঙ্গুর হয়ে পড়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
HairFall: চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল