TRENDING:

Bed wetting problem of children : আপনার স্কুলপড়ুয়া সন্তান কি মাঝে মাঝেই রাতে বিছানা ভিজিয়ে ফেলে? জানুন এই সমস্যার কারণ

Last Updated:

অনেক সময় ভয়ের কোনও স্বপ্ন দেখলেও বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে৷(Reasons behind bed wetting problem of children)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্কুলে যাওয়ার বয়সে পৌঁছেও অনেক বাচ্চাই রাতে ঘুমনোর সময় বিছানা ভিজিয়ে ফেলে৷ সাধারণত দেখা যায় সারা রাত ঘুমনোর পর ভোরে পৌঁছে হয়তো বিছানা নোংরা করে ফেলছে৷ অভিভাবকরা এই সমস্যা নিয়ে চিন্তিত থাকেন৷ কিন্তু এটা কোনও জটিল সমস্যা নয়৷ বেড়ে ওঠার অঙ্গ হিসেবেই এই সমস্যা জুড়ে যায় তাদের জীবনে৷ অনেক সময় ভয়ের কোনও স্বপ্ন দেখলেও বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে৷(Reasons behind bed wetting problem of children)
নিষ্ক্রিয়: ছোট বাচ্চা মানেই প্রাণপ্রাচুর্যে ভরপুর। হাসি, কান্না, দৌড়াদৌড়ি করে গোটা বাড়ি মাতিয়ে রাখবে। কিন্তু অনেক সময় বাচ্চা থম মেরে যায়। কোনও কিছুতেই যেন তার মনে লাগে না। এটা নিষ্ক্রিয়তার একটা পর্যায় হতে পারে। কিন্তু বেশিদিন এমনটা চললে ডাক্তার দেখানো উচিত।
নিষ্ক্রিয়: ছোট বাচ্চা মানেই প্রাণপ্রাচুর্যে ভরপুর। হাসি, কান্না, দৌড়াদৌড়ি করে গোটা বাড়ি মাতিয়ে রাখবে। কিন্তু অনেক সময় বাচ্চা থম মেরে যায়। কোনও কিছুতেই যেন তার মনে লাগে না। এটা নিষ্ক্রিয়তার একটা পর্যায় হতে পারে। কিন্তু বেশিদিন এমনটা চললে ডাক্তার দেখানো উচিত।
advertisement

বিশেষজ্ঞদের মতে, বাবা মায়ের সমস্যা ও বিরক্তির কারণ হলে ৭ বছর বয়স অবধি বিছানা ভিজিয়ে ফেলা সম্পূর্ণ স্বাভাবিক৷ সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে এই সমস্যার সামাধান করা উচিত৷ ব্লাডার ট্রেনিংয়ের সাহায্যে এই সমস্যা কমিয়ে ফেলা যায়৷ কিছু ক্ষেত্রে জীবনযাপনচর্চার পরিবর্তন ও যোগভ্যাসও কার্যকরী হয়৷

বাচ্চার বিছানা ভিজিয়ে ফেলার পিছনে একাধিক কারণ থাকতে পারে-

advertisement

ক্ষুদ্র ব্লাডার-

সারা রাত ধরে শরীরে যা মূত্র উৎপন্ন হচ্ছে, তা যদি ব্লাডার ধরে রাখতে না পারে, তাহলে ভোরের দিকে বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলতে পারে৷ যে স্নায়ু ব্লাডারকে নিয়ন্ত্রণ করে, সেটি যদি সেভাবে ম্যাচিওর্ড না হয়, তাহলে পূর্ণ ব্লাডারের সঙ্কেত নাও জাগিয়ে তুলতে পারে আপনার সন্তানকে৷

আরও পড়ুন : উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে

advertisement

হরমোনে অসামঞ্জস্য-

হরমোনের অসামঞ্জস্য বা ভারসাম্যের অভাবও আপনার সন্তানের বিছানা ভিজিয়ে ফেলার কারণ হতে পারে৷ অনেক সময়েই কিছু বাচ্চার দেহে অ্যান্টি ডিউরেটিক হরমোন যথেষ্ট উৎপন্ন হয় না৷ ফলে রাতে ঘুমের মধ্যে প্রস্রাবের বেগ তারা আটকাতে পারে না৷

আরও পড়ুন : দীর্ঘ স্ক্রিনযাপনে চোখ রণক্লান্ত? দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে সঙ্গে থাকুক এই আয়ুর্বেদিক উপাদানগুলি

advertisement

ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণ-

ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণ বা ইউটিআই হলেও বাচ্চার পক্ষে প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করা সমস্যার হয়ে দাঁড়ায়৷

আরও পড়ুন : ফাল্গুনেই বাঁধা পড়ছেন সাতপাকে? জেনে নিন সুখী ও দীর্ঘ দাম্পত্যের মূল মন্ত্র

ডায়াবেটিস-

রাতে ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলা কিন্তু বাচ্চাদের মধুমেহ রোগের লক্ষণও হতে পারে৷ পাশাপাশি বাচ্চার ডায়াবেটিস হলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, ওজন ও খিদে কমে যাওয়ার মতো সমস্যাগুলিও ডায়াবেটিসের উপসর্গ হতে পারে৷

advertisement

মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে শৈশবে বিছানা ভিজিয়ে ফেলার সমস্যা বেশি দেখা যায়৷ অন্তত দ্বিগুণ সংখ্যক বেশি ছেলেরা মেয়েদের তুলনায় এই সমস্যার শিকার হয়৷ আরও কী কী কারণে রাতে বিছানা ভিজিয়ে ফেলা সমস্যা হয়, দেখা যাক-

উদ্বেগ ও চিন্তা-

মানসিকভাবে বাচ্চা যদি উদ্বেগ ও চিন্তার মধ্যে থাকে, তাহলেও তার প্রভাব পড়তে পারে শারীরিক আচরণের উপরেও৷ যেমন নতুন স্কুলে বা পরিবেশে মানিয়ে নেওয়া বা নতুন পরিবেশে প্রথম বা ঘুমোতে হলেও এই সমস্যা দেখা দেয়৷

পারিবারিক ধারা-

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

যদি বাবা অথবা মা তাঁদের শৈশবে এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে তাঁদের সন্তানের মধ্যেও সেই সমস্যা প্রবাহিত হতে পারে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bed wetting problem of children : আপনার স্কুলপড়ুয়া সন্তান কি মাঝে মাঝেই রাতে বিছানা ভিজিয়ে ফেলে? জানুন এই সমস্যার কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল