TRENDING:

West Bardhaman News: ঘুমর নাচ দেখতে দেখতে খান ডাল বাটি চুরমা! দুর্গাপুর শহরের বুকে সাজানো এক টুকরো রাজস্থান

Last Updated:

দুর্গাপুরে এসে সেই লোকনৃত্য পরিবেশন করছেন রাজস্থানের বিখ্যাত শিল্পীরা। রাজস্থান থেকে এসেছেন না নামকরা রাঁধুনীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: টিকিট কাটার ঝক্কি পোহাতে হবে না। রাত জাগতে হবে না ট্রেনে বসে। শীতে একটা দিন ঘুরে আসুন রাজস্থান থেকে। ঘরের কাছেই রয়েছে সুযোগ। আপনার জন্য এক টুকরো রাজস্থান উঠে এসেছে বাংলায়। দুর্গাপুরে শুরু হয়েছে রাজস্থানী উৎসব। দুর্গাপুর সিটি সেন্টারে একটি পার্কে বসেছে রাজস্থানী মেলা। যেখানে এক ছাতার তলায় রয়েছে রাজস্থানের স্বাদ উপভোগ করার সুযোগ।
advertisement

ঘুমর নাচ দেখতে দেখতে খেতে শুরু করে দিন ডাল বাটি চুরমা। রাজস্থানের বিখ্যাত এই লোকনৃত্য দেখতে অনেকেই রাজস্থান ছুটে যান। কিন্তু দুর্গাপুরে এসে সেই লোকনৃত্য পরিবেশন করছেন রাজস্থানের বিখ্যাত শিল্পীরা।

আরও পড়ুন: নৃশংস মা! ৪ বছরের ছেলেকে খুন করে ব‍্যাগে ভরে…মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল দেশ

advertisement

রাজস্থান থেকে এসেছেন না নামকরা রাঁধুনীরা। যাদের হাতে তৈরি ডাল বাটি চুরমা থেকে বিভিন্ন রাজস্থানী ডিস আপনারা উপভোগ করতে পারবেন। রাজস্থানী মেলার প্রবেশ পথেই পরিচয় করতে পারবেন রাজস্থানের সংস্কৃতির সঙ্গে।

View More

দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি পার্ক সংস্থার উদ্যোগে এই রাজস্থানী উৎসবের আয়োজন করা হয়েছে। চলতি বছরে দ্বিতীয়বারের জন্য আয়োজন করা হয়েছে রাজস্থানী উৎসব।

advertisement

তবে প্রথম বছর যেভাবে রাজস্থানী উৎসব চালু হয়েছিল, দ্বিতীয় বছরে তা ধারে ভারে অনেকটাই বেড়েছে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই রাজস্থানী উৎসব চলবে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাচ্ছে রাজস্থানী মেলা।

রাজস্থানী বিভিন্ন খাবার, অনুষ্ঠানের পাশাপাশি রাজস্থানের বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী কেনার সুযোগ রয়েছে এখানে। রয়েছে উটের পিঠে চড়ে ভ্রমণের সুযোগ। এই উৎসব আয়োজনের ফলে শহরের মানুষ ঘরের কাছে রাজস্থান ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

advertisement

পাশাপাশি, রাজস্থানের যে সমস্ত মানুষ বাংলায় বসবাস করেন, তারা তাদের বাড়ির ছোট সদস্যদের নিজের রাজ্যের কালচারকে সামনে থেকে দেখানোর সুযোগ পাচ্ছেন। যে কারণে খুব সহজেই রাজস্থানী উৎসব শহরবাসীর মন কেড়ে নিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Bardhaman News: ঘুমর নাচ দেখতে দেখতে খান ডাল বাটি চুরমা! দুর্গাপুর শহরের বুকে সাজানো এক টুকরো রাজস্থান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল