বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিয়ে ঝালদা শহরের কাছে মসিনা গ্রামে অভিনব পদযাত্রার আয়োজন করা হয় বনবিভাগের ঝালদা রেঞ্জের পক্ষ থেকে। ছৌ নৃত্যের মাধ্যমে একেবারে অভিনব কায়দায় রঙিন প্রচার করা হয়। এই প্রচারে পামেলায় মসিনা সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদির কচি-কাচারা। এছাড়াও এলাকার বহু মানুষ এই প্রচারে অংশ নেন। পড়ুয়াদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডের প্রতিটি জায়গাতেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছিল।
advertisement
এছাড়াও জঙ্গলে আগুন যাতে না লাগে সেই বার্তাও দেওয়া হয়। বনদফতরের একটাই বার্তা, বন্যপ্রাণ শিকার নয় উৎসবে মেতে উঠুন। এ বিষয়ে ঝালদা রেঞ্জার অপূর্ব মহান্তি বলেন, এই সময় বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাই মানুষ যাতে সচেতন থাকে যাতে জঙ্গলের কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই বিশেষ বার্তা প্রদান। এরই পাশাপাশি শিকার উৎসব যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কারণেই মানুষকে সচেতন করা হল।
আরও পড়ুন: রসগোল্লার ইংরেজি ‘নাম’ কী…? প্রশ্ন শুনেই মাথা চুলকাচ্ছেন? শুনলেই চমকাবেন উত্তরে, শিওর!
বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝালদা মসিনা সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা সাউ। এই ধরনের আরও সচেতনতামূলক প্রচার হোক এমনটাও দাবি রেখেছেন তিনি। বন্যপ্রাণ ও বনাঞ্চল বাঁচাতে তৎপর বনবিভাগ। তাই উৎসবের মাঝেও যাতে বন্য জীবজন্তু ও বনাঞ্চলের কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ঝালদা বনবিভাগ।