চকচক করবে মুখ...! রাতে ঘুমানোর আগে এই 'প্রাকৃতিক' জিনিস দিয়ে করুন ম্যাসাজ, ৭ দিনেই রেজাল্ট, তুমতুমে নরম হয়ে যাবে বাটারের মতো!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Massage: সুন্দর মুখ কে না চায়। কিন্তু মাঝে মাঝে গরমের দিনে রোদ্দুরের আর ধুলো ময়লার কারণে বারোটা বাজে ত্বকের। ক্রমশ পুড়তে থাকে গায়ের রং। সেই সঙ্গে হারাতে থাকে ত্বকের প্রাকৃতিক জেল্লা বা চলতি কথায় যাকে আমরা বলি চটক।
advertisement
advertisement
advertisement
advertisement
গরমে শুষ্ক ত্বকের যত্নের টিপস:গ্রীষ্মকালীন ত্বকের যত্নের টিপস: বস্তুত গরমকালে রোদ, দূষণ এবং ঘামের আঠালো ভাবের কারণে ত্বকের সমস্যা বাড়তে পারে। এই সময় ত্বকে আঠা আঠা ভাব বাড়তে শুরু করে। তৈলাক্ত ত্বকের মানুষদের ত্বকে সিবাম এবং আঠালো ভাবের কারণে ব্রণ এবং ব্রণের মতো সমস্যার সম্মুখীন হতে হয় এই ঋতুতে।
advertisement
একই সঙ্গে, শুষ্ক ত্বকের লোকেদের ত্বক প্রসারিত এবং শুষ্ক বোধ করতে শুরু করে। গ্রীষ্মকালে শুষ্ক ত্বকেও সাদা দাগ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে এবং ত্বককেও পুষ্টি জোগাতে হবে। এই গ্রীষ্মে, নিজের যত্ন নেওয়ার জন্য আপনি এই প্রাকৃতিক প্রতিকারগুলির সাহায্য নিতে পারেন। দেবে চমকে দেওয়া ফল। শুধু ব্যবহার করতে হবে নিয়মে।
advertisement
advertisement
advertisement
ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজির একটি প্রতিবেদন অনুসারে, "হাজার হাজার বছর ধরে অ্যালোভেরা তার ঔষধি, স্বাস্থ্যকর, সৌন্দর্য এবং ত্বক সংক্রান্ত বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত হয়ে আসছে । প্রাচীন মিশরীয়রা এটিকে "অমরত্বের উদ্ভিদ" বলে অভিহিত করত এবং এটি ক্লিওপেট্রা এবং নেফারতিতির সৌন্দর্য পদ্ধতির একটি অপরিহার্য উপাদান ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement