পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আর অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ থাকে বামনি ফলস। তবে এবার শুধু বামনি নয়, টানা বর্ষণের ফলে এ-বছর বামনিকে টেক্কা দিচ্ছে টুর্গা ফলস। পর্যটকেরা রীতিমত ভীড় করছেন এই ফলসে। ফটোসেশনের জন্য এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে টুর্গা ফলস। ছুটির দিনে আশেপাশের বিভিন্ন জায়গা থেকেও এই ফলস ভিড় করছে অনেকে।
advertisement
আরও পড়ুনঃ গান শুনলে কি গরু বা মোষ বেশি পরিমাণে দুধ দেয়? বিশেষজ্ঞদের দাবি শুনে সকলকেই হতবাক
এ বিষয়ে টুর্গা ফলসে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, খুবই সুন্দর এই জলপ্রপাত। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের খুবই ভাল লাগছে এই জায়গায় এসে। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ একান্তের সময় কাটানোর জন্য খুব সুন্দর এই জায়গাটি। ভ্রমণপিপাসু মানুষদের কাছে এখন পছন্দের তালিকায় অনেকটাই জায়গা করে নিয়েছে জঙ্গলমহলের এই জেলা। শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে লাল মাটির এই ভূমিতে। তাইতো পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জঙ্গলমহলের এই রূপসী পুরুলিয়া।