এই শাড়িতেই আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেছেন মধুরিমা চক্রবর্তী। হঠাৎ কেন এমন ভাবনা?এই প্রসঙ্গে মধুরিমা চক্রবর্তী জানান, “দেবীবরণ,অষ্টমীর অঞ্জলিতে সকলেই চান একটু অন্যরকম সাজ।আর যেহেতু দিনের বেলা তাই নরম,হালকা শাড়ি পছন্দ সকলের। তাই বেগমপুরী শাড়ি বেছে নিয়েছি। তার ওপর পেন্সিল দিয়ে ড্রয়িং করে তার ওপর অ্যাক্রেলিক রঙ করা।শুকোতে সময় লেগেছে তিন ঘণ্টা।”
advertisement
আরও পড়ুন: এখুনি ফোন কিনবেন না! এক মাস অপেক্ষা করুন! বাজারে আসছে দারুণ সস্তার ৫টি ফোন!
শাড়ির আঁচলের দিকে রয়েছে দেবী দুর্গার ছবি। শাড়ির সব স্থানে দেখা যাবে ছোট ছোট ফুল,পাতার কাজ।এই শাড়ি মিলবে আলিপুরদুয়ারের সূর্যনগরের মধুরিমা চক্রবর্তীর বুটিকে।তিনি এই শাড়ির দাম রেখেছেন সাধ্যের মধ্যে।ডিজাইন অনুযায়ী হাজার থেকে ১২০০ টাকার মধ্যে মিলবে শাড়ি।ক্রেতারা নিজেদের পছন্দ মত ছবি দিতে চাইলে সেটিও তৈরি করে দেবেন মধুরিমা।
Annanya Dey