TRENDING:

Popularity of Popcorn : দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যই জনপ্রিয় হয় অতীতের ‘মুক্তো’, আজকের পপকর্ন

Last Updated:

Popularity of Popcorn :প্রতি বছর ১৯ জানুয়ারি দিনটিকে আমেরিকায় পালিত হয় জাতীয় পপকর্ন দিবস হিসেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উনিশ শতকে পপকর্ন আমেরিকায় বিক্রি হত ‘ননপারেইল’ বা ‘পার্ল’ নামে৷ পরবর্তীতে চার্লস ডি ক্রিয়েটর তৈরি করেন ‘পপকর্ন মেকার’৷ এতে সহজেই পপ করতে থাকে কর্ন বা ভুট্টাদানা৷ সেই থেকে সাদা ধবধবে সাবেক ভুট্টার খই হয়ে গেল পপকর্ন৷ প্রথম থেকেই এর দাম ছিল কম৷ এখন অবশ্য শহুরে মাল্টিপ্লেক্সে পপকর্ন যথেষ্ট দামি (popularity of Popcorn)৷
advertisement

তবে এই কর্ন পপ করে মানুষের প্লেটে জায়গা পেয়ে আসছে খ্রিস্ট পূর্ব  ৪৭০০ অব্দ থেকে৷ জার্মানি এবং আমেরিকায় পপকর্নের ঐতিহ্য আলাদা৷ জার্মানিতে মিষ্টি পপকর্ন খাওয়া হয়৷ অন্যদিকে আমেরিকায় বেশি জনপ্রিয় এর নোনতা সংস্করণ৷ প্রতি বছর ১৯ জানুয়ারি দিনটিকে আমেরিকায় পালিত হয় জাতীয় পপকর্ন দিবস (National Popcorn Day)  হিসেবে৷

আরও পড়ুন : নয় শুধু সুস্বাদু সময়যাপন, আপনার সিনেমা দেখার সঙ্গী পপকর্ন স্বাস্থ্যকরও বটে

advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিনির উপর রেশনিং করা হয়৷ ফলে লজেন্সের উৎপাদন কমে যায়৷ এই পরিস্থিতিতে আমেরিকায় পপকর্ন খাওয়ার হার বেড়ে যায় তিন গুণ৷ এর পর পপকর্নের জনপ্রিয়তা আর থেমে থাকেনি৷

আরও পড়ুন : অনেক দিন বাঁচতে চান? সুদীর্ঘ আয়ু পেতে মেনে চলুন এই নিয়মগুলি

ছোটদের মধ্যে সুইট ক্যারামেল পপকর্ন খুবই জনপ্রিয়৷ ১৮৯৩ সালে ‘ওয়ার্ল্ড এক্সপোজিশন ফেয়ার’-এ প্রথম ক্যারামেল পপকর্ন প্রদর্শিত হয়৷ সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে পপকর্নের অবস্থানে কার্যত বিপ্লব ঘটে যায়৷ ক্যারামেল পপকর্নের আগমনে মুখরোচক এই স্ন্যাক্সের প্রতি রসনাসক্তি বেড়ে যায় অনেক গুণ৷ এর পর পপকর্ন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে৷ এসেছে নতুন নতুন ফ্লেভার৷ তিলে তিলে পপকর্ন হয়ে উঠেছে অন্যতম লাভবান ব্যবসা৷

advertisement

আরও পড়ুন : অন্তঃসত্ত্বারা এবং নতুন মা যাঁরা স্তন্যপান করাচ্ছেন, তাঁরা কি টিকা নেবেন? দ্বিধা দূর করলেন বিশেষজ্ঞ চিকিৎসক

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

মাল্টিপ্লেক্স বা অন্যত্র পপকর্নের যে ফ্লেভারগুলি বেশি জনপ্রিয়, সেগুলির মধ্যে অন্যতম বাটার, হোয়াইট চিজ, ক্যারামেল, গার্লিক এবং টার্টল৷ পাশাপাশি পপকর্ন কুকিজ থেকে ওয়াসাবি, কেল, বেকন, পার্মাসেন-পপকর্ন তার প্রেমকিদের কোনওদিন নিরাশ করেনি৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Popularity of Popcorn : দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যই জনপ্রিয় হয় অতীতের ‘মুক্তো’, আজকের পপকর্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল