বহু উপলক্ষের সুস্বাদু উদযাপন লুকিয়ে থাকে পপকর্নে৷ মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার মজা অসম্পূর্ণ পপকর্নের বাকেট ছাড়া৷ শুধুই সুস্বাদু সময়যাপন নয়৷ পপকর্নের বেশ কিছু স্বাস্থ্যগুণও আছে৷
প্রতি বছর ১৯ জানুয়ারি দিনটা আমেরিকায় পালিত হয় জাতীয় পপকর্ন দিবস (National Popcorn Day) হিসেবে৷ সব বয়সের মানুষের কাছে জনপ্রিয় এই মুচমুচে স্ন্যাক্স৷ সাদামাটা হোক, বা অন্য কোনও ফ্লেভার, পপকর্নের স্বাস্থ্যকর দিক রয়েই যায় এর সঙ্গে (Health benefits of popcorn)৷
আরও পড়ুন : অনেক দিন বাঁচতে চান? সুদীর্ঘ আয়ু পেতে মেনে চলুন এই নিয়মগুলি
ভুট্টাদানা বা পপকর্নের ফাইবার, প্রোটিন ভিটামিন স্বাস্থ্যের জন্য উপকারী৷ শরীরে খারাপ কোলেস্টেরলের অনুপাত কমিয়ে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তোলে পপকর্ন৷ ফলে হৃদরোগের আশঙ্কা অনেক কম হয়৷ এছাড়াও কোলেস্টেরল থেকে অন্যান্য যে রোগ হয়, তার ঝুঁকিও কমিয়ে দেয় পপকর্ন৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পপকর্নের প্রভাব৷ ফাইবারের উপস্থিতির জন্য টাইপ টু ডায়াবেটিসের রোগীরা ডায়েটে রাখতে পারেন এই স্ন্যাক্স৷ তবে তাঁদের ক্ষেত্রে পপকর্ন সাদামাটা হওয়াই বাঞ্ছনীয়৷ অতিরিক্ত মাখন, চিজ বা মশলা দেওয়া পপকর্ন না খাওয়াই ভাল৷ যাঁরা ডায়েটিং করেন, তাঁরাও পপকর্ন খেতে পারেন৷ তবে তাঁদের ক্ষেত্রেও স্বাদের থেকে বেশি গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যগত দিকেই৷
আরও পড়ুন : কোভিড-১৯ তৃতীয় তরঙ্গে অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েরা রয়েছেন হাই রিস্ক জোনে, মত বিশ্বস্বাস্থ্য সংস্থার
আরও পড়ুন : এই অর্ডারে খান, রক্তে শর্করার মাত্রা থাকবে কম
বিশেষজ্ঞরা বার বার বলেন, ফ্লেভার্ড পপকর্নের তুলনায় সাদা পপকর্ন বেশি খেতে৷ প্রচুর পরিমাণ নুন, মাখন বা অন্য কোনও টপিংস দিলে এর স্বাদ হয়তো বাড়ে৷ কিন্তু কমে যায় স্বাস্থ্যগুণ৷ প্যাকেটবন্দি বা মাইক্রোওয়েভে ভেজে নেওয়া পপকর্ন খেলে শরীরে জমতে পারে প্রচুর পরিমাণে আনস্যাচিওরেটেড ফ্যাট এবং সোডিয়াম৷ তার থেকে শুকনো খোলায় ভেজে নেওয়া দানা অনেক বেশি স্বাস্থ্যসম্মত বলে মনে করা হয়৷ যদি একান্তই ফ্লেভার দরকার হয়, তাহলে অতিরিক্ত নুন, চিনির বদলে বরং দিন দারচিনির গুঁড়ো বা ইটালিয়ান হার্বস৷ এতে স্বাদও বাড়বে৷ আবার স্বাস্থ্যগুণও অতটা বিঘ্নিত হবে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Popcorn