ওমিক্রন ভ্যারিয়্যান্টের (Omicron) দাপটে বিশ্ব জুড়ে বাড়ছে কোভিড-১৯ (Covid 19 third wave) আক্রান্তের ঘটনা৷ এই প্রসঙ্গে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু৷ সম্প্রতি সংস্থার এক প্রকাশিত বিবৃতিতে সংস্থার ইউরোপের আঞ্চলিক অধিকর্তা আবেদন করেছেন যেন স্পর্শকাতর মানুষজন সত্বর প্রাইমারি ও বুস্টার ডোজের টিকা নেন৷ সেইসঙ্গে তিনি ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে ভিড়ের মধ্যে না যাওয়ার জন্যেও আবেদন করেছেন৷
এই স্পর্শকাতর মানুষজন বা ভালনারেবল গ্রুপের মধ্যে আছে প্রবীণ মানুষ, কোমর্বিডিটি-সহ মানুষজন, ১৮ বছরের নীচে বাচ্চারা, অন্তঃসত্ত্বা (pregnant women) এবং বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন, এমন মা (lactating women)৷ যেখানে বয়স্ক এবং অন্যান্য মানুষজন ইতিমধ্যেই টিকা নিয়েছেন অনেকে, অন্তঃসত্ত্বা এবং বাচ্চাকে স্তন্যপান করানো মায়েরা এখনও টিকা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত৷
আরও পড়ুন : ঘরে বাইরে কাজের সময় শুধু ঘুম পায়? রইল আচ্ছন্নভাব কাটিয়ে ওঠার উপায়
সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বিধি ঢিংরা জানাচ্ছেন, অন্তঃসত্ত্বা এবং স্তন্যপান করানো মায়েদের টিকা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু৷ বিধির কথায়, ‘‘কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ অন্তঃসত্ত্বাদের আবেগ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার ক্ষেত্রে সমস্যা বাড়িয়ে তুলতে পারে৷ সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা দূর করতে তাঁদের টিকা নেওয়া গুরুত্বপূ্র্ণ৷’’
আরও পড়ুন : কোভিড হোক বা না হোক, রোগ প্রতিরোধের জন্য শীতে এই ফলের রসগুলি পান করতেই হবে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও অন্তঃসত্ত্বা ও স্তন্যপান করানো মহিলাদের টিকাগ্রহণের উপর গুরুত্ব দিয়েছে বার বার৷ কারণ হিসেবে বলা হয়েছে, টিকার ফলে তাঁদের প্রতিরোধ শক্তি গড়ে ওঠার পাশাপাশি তৈরি হবে গর্ভস্থ সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতাও৷ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে অন্তঃসত্ত্বা ও নতুন যাঁরা মা হয়েছেন তাঁদের কোভিড টিকাগ্রহণের বিষয়ে সব দ্বিধা দ্বন্দ্ব দূর করা হয়েছে৷
আরও পড়ুন : ঋতুস্রাবের আগে, মাসের ওই সময়ে এবং তার পরে মহিলাদের কী কী খেতে হবে?
অন্তঃসত্ত্বা মহিলা এবং যাঁরা নতুন মা হয়েছেন, তাদের জন্য এ বা নতুন ঝুঁকি বয়ে এনেছে কোভিড ১৯-এর তৃতীয় তরঙ্গ৷ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের চিকিৎসক ডক্টর সুরেশ কুমার সম্প্রতি সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘গত কয়েক দিনে কোভিড ১৯ আক্রান্ত বহু অন্তঃসত্ত্বা ভর্তি হয়েছেন হাসপাতালে৷ তাঁদের উপসর্গ মৃদু এবং তাঁদের মধ্যে কেউ ওমিক্রন আক্রান্ত নন৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Omicron, WHO