TRENDING:

Pomegranate Tea : ঝকঝকে দাঁত, ছিপছিপে শরীর এবং নীরোগ হৃদযন্ত্রের জন্য শৌখিনীদের পছন্দ ‘বেদানা চা’

Last Updated:

নিত্যনতুন স্বাদপরীক্ষা বাজারে এনেছে পমেগ্র্যানাট টি বা বেদানা-চা’ও (Pomegranate Tea )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চায়ের প্রসঙ্গ এলেই আমরা গুরুত্ব দিই স্বাদের প্রসঙ্গ৷ যে চায়ের স্বাদ ভাল লাগে, সেটাই অঙ্গ হয়ে যায় দৈনিক জীবনের৷ কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, চায়ের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যও৷ বরং, সঠিক গুণমানের চা পান করলে বজায় থাকে স্বাদ ও স্বাস্থ্য, দুই-ই৷
advertisement

হালফিলের চা শৌখিনীদের পছন্দের তালিকায় আছে হোয়াইট টি, ক্যামোমাইল টি, হিবিসকাস টি-সহ আরও অনেক কিছু৷ নিত্যনতুন স্বাদপরীক্ষা বাজারে এনেছে পমেগ্র্যানাট টি বা বেদানা-চা’ও (Pomegranate Tea )৷

আরও পড়ুন : ভাল লাগে না বলে চিঁড়ে খান না? জানেন কি অবহেলায় কোন কোন উপকারিতা হারাচ্ছেন?

শুকিয়ে গুঁড়ো করে নেওয়া বেদানার বীজ, বেদানার ফুল দিয়ে সাধারণত এই চা তৈরি হয়৷ অনলাইন বিভিন্ন জায়গা থেকে বেদানা সুরভিত চা কিনতেই পারেন৷ না পেলেও ক্ষতি নেই৷ হোয়াইট টি, গ্রিন টি বা হার্বাল টি-এর সঙ্গে মিশিয়ে নিন বেদানার রস কয়েক ফোঁটা৷ আপনার বেদানা-চা তৈরি৷

advertisement

অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি-এর মতো উপাদানে ভরা পমেগ্র্যানাট টি-এ ক্যাফেইন থাকে না৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করতেই পারেন এই চা৷

আরও পড়ুন : ঘিয়ের পাকে অপূর্ব স্বাদগন্ধ, বাড়িতে খুব সহজেই তৈরি করুন ‘কড়া প্রসাদ’

অ্যান্টি অক্সিড্যান্টের জন্য বেদানা চা আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ ত্বক ঝলমল করে এই চায়ের গুণগত প্রভাবে৷

advertisement

বেদানা চা নিয়মিত পান করার ফলে মেটাবলিজমের হার বেড়ে যায় অনেকটাই৷ এর ফলে ওজন হ্রাসের প্রক্রিয়া দ্রুত হয়৷ ফলে পরোক্ষে অনাবশ্যক স্নেহজাতীয় পদার্থ শরীর থেকে কমিয়ে ফেলতে সাহায্য করে এই চা৷ ফলে আপনার শরীর থেকে দৈনিক অনেক বেশি ক্যালরি খরচ হয়৷

আরও পড়ুন : স্বাদে অতুলনীয় মিষ্টি দইয়ের পুষ্টিগুণ এবং উপকারিতা কী কী?

advertisement

সাম্প্রতিক গবেষণা বলছে, কার্ডিওভাসক্যুলার ডিজিজ থেকে দূরে রাখে বেদানা চা৷ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপের হার৷ অ্যান্টি অক্সিড্যান্ট বেশি থাকার দৌলতেও হৃদরোগ থেকে শরীরকে বাঁচিয়ে রাখে বেদানা চা৷

শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে সাহায্য করে বেদানা চা৷ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল মাত্রা৷ রক্তে অক্সিজেনের মাত্রাও বাড়তে সাহায্য করে বেদানা চা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দাঁতের সুরক্ষার জন্য দরকার বেদানা চা৷ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান৷ এর ফলে মুখে প্লেক তৈরি হয় না৷ দাঁত ও মাড়ির যে কোনও সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা আছে বেদানা চায়ের৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pomegranate Tea : ঝকঝকে দাঁত, ছিপছিপে শরীর এবং নীরোগ হৃদযন্ত্রের জন্য শৌখিনীদের পছন্দ ‘বেদানা চা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল