TRENDING:

Picnic Spot Winter 2025: এই গাছের ছায়ায় প্রেমিকার কোলে মাথা রেখে শুয়ে থাকতে পারলে কেমন হয়? রইল খুঁটিনাটি, ঘুরে আসুন

Last Updated:

Picnic Spot Winter 2025: ভ্রমণপিপাসু বাঙালির কাছে সারা বছরই বেড়ানোর মরসুম। কলকাতা থেকে কাছে এই এলাকায় পাবেন সোঁদা মাটির গন্ধ, চারিদিকে সবুজের ক্ষেত্র, ফুল ফলের গাছে ভরা এমন সুন্দর একটি জায়গা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ঘুরতে যেতে কিংবা পিকনিক করতে সবাই দূর দূরান্তে যায়। বাঙালির তো প্রথম পছন্দ দিঘা অথবা পুরী। তবে ঘিঞ্জি এলাকা বাদ দিয়ে এবার আপনারা পিকনিকের মজা করতে পারবেন এখানে। বেসরকারি উদ্যোগে সাজানো হয়েছে একটি সুন্দর বাগান বাড়ি। যেখানে রয়েছে বাচ্চাদের খেলার নানা জায়গা, বিশাল পুকুরে বোটিং এর ব্যবস্থা, শুধু তাই নয়, চারিদিকে রয়েছে বিভিন্ন ফলের বাগান।
advertisement

গ্রাম্য সংস্কৃতির এক আলাদা ছোঁয়া পাবেন এখানে। চারিদিকে সবুজ আর সবুজ, নিরাপদ জায়গায় পিকনিক সেরে আবার বিকেলে ফেরত যেতে পারবে নিজের কাজে। ঘরোয়া পিকনিক হোক কিংবা অফিসিয়াল পিকনিক অথবা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে এসে একটা দিন সময় কাটাতে পারবেন নিঃসন্দেহে। তাই এবার আপনার প্রিয় ডেসটিনেশন হোক এই জায়গা। মেদিনীপুরে রয়েছে এমন সুন্দর এক বাগানবাড়ি। যা আপনার প্রিয় জায়গা হতে বাধ্য।

advertisement

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের থোড় এক ভয়ানক রোগের চরম শত্রু! জানতেন?

জেলার এক প্রান্তিক জায়গায় রয়েছে এমন সুন্দর একটি জায়গা। বিশাল আকার জায়গা। আম গাছের ছায়ায় রয়েছে পিকনিক করার ব্যবস্থা। রয়েছে পেয়ারা, কামরাঙা-সহ একাধিক ফলের বাগান। বাচ্চাদের খেলার নানান সামগ্রী, রয়েছে বোটিং এর ব্যবস্থা। অর্থাৎ একদম নিরিবিলিতে পিকনিক করার মজা পাবেন এখানে এলে। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের ফান্দাড় এলাকায় সাজিয়ে তোলা হয়েছে এই বাগান বাড়ি। পরিচিত বাগ বাবুদের বাগানবাড়ি হিসেবে। বিশালাকার জায়গায় বেসরকারি উদ্যোগে এমন সুন্দর একটি পিকনিক স্পট। সামান্য খরচে এখানে এসেই রান্না খাওয়া দাওয়া এবং সারাদিন মজা করতে পারবেন।

advertisement

View More

আরও পড়ুন: মাংস খেয়ে শেষে কটমটিয়ে হাড় চেবান? এতে আপনার শরীরে কী হচ্ছে জানলে মাথা ঘুরে যাবে!

ভ্রমণপিপাসু বাঙালির কাছে সারা বছরই ঘোরার মরশুম। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন সকলে। তবেকলকাতা থেকে খুব কাছে পিঠে, জেলার মানুষের কাছেঅন্যতম ঘোরার জায়গায় এটি। পাবেন সোঁদা মাটির গন্ধ, চারিদিকে সবুজের ক্ষেত্র, ফুল ফলের গাছে ভরা এমন সুন্দর একটি জায়গা। স্বাভাবিকভাবে যারা নিত্যনতুন ডেসটিনেসনের খোঁজ করেন তাদের কাছে এক অনন্য সুন্দর জায়গায় এটি।

advertisement

পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে কেশিয়াড়ি অভিমুখে ৫ নং রাজ্য সড়কে ফান্দাড় এলাকায় রয়েছে এই বাগান বাড়ি। যে কোনওদিন চাইলে আপনি এখানে পিকনিক সারতে পারবেন। সামান্য খরচে সারাদিন এখানে কাটিয়ে আবার ফিরতে পারবেন নিজের গন্তব্যে। https://maps.app.goo.gl/REgwjoFE5pjUkcgM9

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Picnic Spot Winter 2025: এই গাছের ছায়ায় প্রেমিকার কোলে মাথা রেখে শুয়ে থাকতে পারলে কেমন হয়? রইল খুঁটিনাটি, ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল