মেলবোর্নের বাসিন্দা জেক। তাঁর বাড়িতে একটো পোষ্য কুকুর রয়েছে যার নাম রাইডার(Viral Ghost Video)। জেকের গোটা বাড়ি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। যাতে বাইরের কোনও কুকুর বা জীবজন্তু ঢুকে পড়তে না পারে।
রাতে সিগারেট খাবেন বলে ঘরের বাইরে বাগানে আসেন জেক। সঙ্গে রাইডারও বেরিয়ে পড়ে। বাগানে ঘুরতে থাকে রাইডার। এর পরেই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে যায়। জেক দেখেন রাইডার একা একাই ছোটাছোটি করছে। দেখে মনে হচ্ছে তার মতোই কোনও কুকুরের সঙ্গে খেলছে রাইডার(Viral Ghost Video)। সাধারণত এমন কখনই করে না রাইডার। জেকের সন্দেহ হয়।
advertisement
আরও পড়ুন: স্টেজে মাথা ঠুকে প্রণাম! ২২ মাস পর দুবাইতে গান গাইলেন অরিজিৎ সিং! দেখুন ভিডিও
সে ভাবে নিশ্চয় বাইরে থেকে কিছু ঢুকে পড়েছে। জেক সামনে গিয়ে দেখেন একা একাই খেলছে রাইডার। এবার জেকের মনে অন্য ভাবনা আসে। তাঁর গোটা বাড়িতে সিসিটিভি লাগানো। রাইডারকে বাইরে রেখেই ঘরে গিয়ে সিসিটিভি ফুটেজ(Viral Ghost Video) দেখতে শুরু করেন জেক। যা দেখে তিনি চমকে যান।
আরও পড়ুন: এত টাকা! গায়িকার মাথায় ঢালা হচ্ছে বালতি বালতি টাকা ! দেখুন ভিডিও
অবিকল কুকুরের অবয়ব। খালি চোখে দেখার উপায় নেই! রাইডারের সঙ্গে খেলছে সেই কুকুরটি। অনেকক্ষণ দেখার পর জেক বুঝতে পারেন এটি জীবিত কুকুর নয়। কোনও মৃত কুকুরের আত্মা। যে তাঁর পোষ্যর সঙ্গে খেলছে। ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে আসে জেকের। নিজের চোখকেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না(Viral Ghost Video)।
আরও পড়ুন: প্রিয়জনের আত্মা নিতে এসেছে ! কথা বলছে ! নিজে চোখে দেখলেন নার্স! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এরপর তিনি সিসিটিভি ফুটেজটি ইউটিউবে শেয়ার করেন। যা দেখে চমকেছে গোটা বিশ্ব। জেক একটি সংবার মাধ্যমকে জানিয়েছেন, 'অবিকল কুকুরের অবয়ব। কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। রাইডারের সঙ্গে খেলছে সে। এর উত্তর আমি খুঁজে পাচ্ছি না।" তবে কি সত্যিই আত্মার অস্তিত্ব আছে? প্রশ্ন উঠেছে গোটা বিশ্বে। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়(Viral Ghost Video)।