Viral Video: এত টাকা! গায়িকার মাথায় ঢালা হচ্ছে বালতি বালতি টাকা ! দেখুন ভিডিও

Last Updated:

Viral Video: গান গাইছেন উর্বশী। কিন্তু সেখানে যা হল তা চমকে দেওয়ার মতো।

photo source Instagram
photo source Instagram
#গুজরাট: করোনার জন্য দীর্ঘ সময় বন্ধ ছিল জলসা। অর্থাৎ রাত জেগে গানের অনুষ্ঠান। নামি শিল্পীরা বিভিন্ন ক্লাবের উদ্যোগে তাঁদের গানের জাদুতে জমিয়ে তোলেন রাতের জলসা। যদিও এই গানের জলসার সঙ্গে কিন্তু মিল নেই স্টারেদের মাচা অনুষ্ঠানের। সেটা একেবারেই অন্য জিনিস। সিরিয়াল বা সিনেমার হিট চরিত্ররা বিভিন্ন গ্রামে গিয়ে রাতের জলসা করেন। নিজের গান করেন, সিনেমা বা সিরিয়ালের সংলাপ বলেন। এগুলোকেই চলতি ভাষায় মাচা অনুষ্ঠান বলে। এই অনুষ্ঠানে রচনা , প্রসেনজিৎ থেকে শুরু করে দিতিপ্রিয়া সকলেই অংশ নেন (Viral Video)।
মাঝে মধ্যেই এই মাচা অনুষ্ঠানের নানা ভিডিও ভাইরাল হতেও দেখা যায়। কখনও নায়িকার গান গাওয়া নিয়ে ভিডিও ভাইরাল (Viral Video) হয়। কখনও আবার নাচ নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে একটি ভিডিও শোরগোল তৈরি করেছে।
advertisement
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। ভিডিওটি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন ভাইরালভায়ানি। তাঁকে বলিউড সেলেব থেকে শুরু করে নানা ভিডিও (Viral Video) শেয়ার করতে দেখা যায়।
তা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গুজরাটের জনপ্রিয় ফোক সিঙ্গার উর্বশী একটি মঞ্চে গান গাইছেন। তাঁর গলার জাদুতে মগ্ন মানুষ। উর্বশী গুজরাতের নামকরা শিল্পী। গুজরাটি সঙ্গীতের ঘরানা একেবারেই আলাদা। এবং ক্লাসিকাল সঙ্গীতে অনেক বেশি এগিয়ে সেখান কার শিল্পীরা।
advertisement
গান গাইছেন উর্বশী। কিন্তু সেখানে যা হল তা চমকে দেওয়ার মতো। এই ধরণের অনুষ্ঠানে অনেককেই শিল্পীকে উদ্দেশ্য করে টাকা ছুড়তে দেখা যায়। এসব ভিডিও আগেও দেখা গিয়েছে। কিন্তু এবারের চমক একেবারে আলাদা। উর্বশীর মাথায় বালতি করে টাকা ঢালা হল। কিছুক্ষণের জন্য গায়িকা নিজেও চমকে যান। তবে এমনটা স্বাভাবিক। টাকা দিয়ে স্নান করানো হয় গায়িকা রীতমতো। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল  (Viral Video)হয়।
advertisement
জানা গিয়েছে উর্বশী গান গাইতে গিয়ে এই ধরণের টাকা পেলে (Viral Video), তা তিনি পরে যত্ন করে কালেক্ট করেন। এবং সেই টাকা তিনি কোনও গরীব মেয়ের বিয়েতে দান করে দেন। উর্বশীর এই কাজকে প্রশংসা করেছেন নেটিজেনরা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: এত টাকা! গায়িকার মাথায় ঢালা হচ্ছে বালতি বালতি টাকা ! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement