TRENDING:

Viral Video: কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে

Last Updated:

বিরল বন্যপ্রাণ বাঁচাতে মানবিকতার এই নজির সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইএফএস পরভিন কাসওয়ান (Parveen Kaswan, IFS)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনবিড়ালের (Jungle Cat) পাঁচটি শাবক ছিল ক্ষেতের মাঝে৷ দেখেই কৃষিকাজ বন্ধ রেখেছিলেন কৃষকরা৷ অবশেষে রাতের অন্ধকারে মা এসে এক এক করে নিয়ে গেল ছানাদের৷ বিরল বন্যপ্রাণ বাঁচাতে মানবিকতার এই নজির সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইএফএস পরভিন কাসওয়ান (Parveen Kaswan, IFS)৷ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এই আধিকারিক মাঝে মাঝেই বন ও বন্যপ্রাণ নিয়ে এই ধরনের পোস্ট শেয়ার করেন৷ বুধবার তাঁর পোস্ট থেকে জানা যায় মানবিকতার এই নিদর্শন (Rescuing Jungle cat)৷
advertisement

তবে পরভিন বেশিরভাগ সময়েই ঘটনাস্থল সম্বন্ধে কোনও তথ্য দেন না৷ তিনি চান না সেখানে অহেতুক অবাঞ্ছিত মানুষের পা পড়ুক৷ এ বারও তিনি জানাননি কোথায় পাওয়া গিয়েছে ‘জাঙ্গল ক্যাট’ বা ‘ফেলিস চাউসের’ এই শাবকদের৷ ট্যুইটারে তিনি যে ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ক্ষেতের মাঝে পাঁচ শাবক শুয়ে আছে৷ তাদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করছেন গ্রামবাসীরা৷ শীতের আমেজে মিঠে রোদে এক শাবক তো হাই তুলতেই ব্যস্ত! পরভিন লিখেছেন, ‘‘ বনবিড়ালের পাঁচটি শাবককেই উদ্ধার করা গিয়েছে৷ কৃষকরা চাষ করার সময় তাদের খুঁজে পেয়েছিলেন৷’’

advertisement

আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও

advertisement

সকালে চাষের কাজে এসে কৃষকরা যখন শাবকদের দেখতে পান, তখন তাদের মা কাছাকাছি ছিল না৷ কিন্তু মাকে ছাড়া ছোট্ট শাবকদের বেঁচে থাকা সম্ভব ছিল না৷ তাই গ্রামবাসীরা ঠিক করেন মায়ের কাছে ছানাদের ফিরিয়ে দিতে হবে৷ চাষের কাজ বন্ধ রেখে পুরো ক্ষেত ঘিরে ফেলা হয়৷ বসানো হয় ক্যামেরা৷ রাতে চারপাশে পাহারায় থাকেন গ্রামবাসী এবং বন দফতরের উদ্ধারকর্মীরা৷

advertisement

আরও পড়ুন : শীতে ব্রকোলি খান না? অবহেলায় বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে

এর পর রাতে ছানাদের মা এসে এক এক করে গভীর বনে নিয়ে যায় শাবকদের৷ ট্যুইটে সেই ভিডিয়োও শেয়ার করেন প্রবীণ৷ জানান, সন্ধ্যা থেকেই শাবকদের নিয়ে যাওয়ার কাজ শুরু করে মা-বিড়াল৷ মাঝরাতের মধ্যে নির্বিঘ্নে সে সব শাবকদের নিয়ে চলে যায় ক্ষেত লাগোয়া বনের গভীরে৷ পরভিনের কথায়, চাশের ক্ষেতে বাসা তৈরি করার জন্য মা বিড়ালকে কিছুটা বেশি কাজ বা ‘ওভারটাইম’ করতে হয়েছে ঠিকই৷ কিন্তু শেষ অবধি কয়েক ঘণ্টা ধরে শাবক স্থানান্তর পর্ব নির্বিঘ্নেই হয়েছে৷ পরের দিন দুপুর দুটোর সময় ওই ক্ষেতে আবার কৃষিকাজ শুরু করেন কৃষকরা৷

আরও পড়ুন : শুধু রান্না নয়, নুনে লুকিয়ে রূপচর্চার রহস্যও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনবিড়ালের এই পর্ব ট্যুইটারে ৩০ হাজারের বেশি বার দেখা হয়েছে৷ ‘লাইক’ করেছেন ১৬০০-র বেশি ট্যুইটারেত্তি৷ বনবিভাগ, কৃষক এবং গ্রামবাসীদের ভূমিকার মেলবন্ধনে মুগ্ধ নেটদুনিয়া৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল